অবৈধভাবে বাংলাদেশে ঢুকে দিনমজুরি, তেঁতুলিয়ায় ভারতীয় নাগরিক আটক

বাংলাদেশ চিত্র ডেস্ক

অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে দিনমজুরের কাজ করতে এসে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হাতে আটক হয়েছেন শ্রী সতিশ রায় নামে এক ভারতীয় নাগরিক।

শনিবার (৮ মার্চ) বিকেলে সীমান্ত পিলার ৪৩৬/২-এস থেকে ৩০০ গজ ভেতরে টয়াগছ গ্রামের রমজান আলীর বাড়ি থেকে তাকে আটক করা হয়।

বিজিবি-১৮ ব্যাটালিয়নের লে. কর্নেল মনিরুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সতিশ রায় ১৫-২০ দিন আগে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করে মাঝিপাড়া এলাকায় অবস্থান করছিলেন এবং দিনমজুরের কাজ করছিলেন। এর আগেও তিনি একইভাবে বাংলাদেশে ঢুকে কাজ করেছেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিজিবি সদস্যরা তাকে আটক করে।

আটক সতিশ রায়ের বাড়ি ভারতের জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি থানার দক্ষিণ ডাঙ্গাপাড়া এলাকায়। তাকে তেঁতুলিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত কবির বলেন, ‘বিজিবি ভারতীয় নাগরিককে থানায় হস্তান্তর করেছে এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।’

এদিকে, অভিযানের সময় রমজান আলীর বাড়িতে সতিশ রায়কে আটক করা সম্ভব হলেও বাড়ির মালিককে পাওয়া যায়নি। বিজিবি জানিয়েছে, সীমান্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে যাতে ভবিষ্যতে এ ধরনের অনুপ্রবেশ ঠেকানো যায়।

Share This Article