আশুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু

বাংলাদেশ চিত্র ডেস্ক

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে একটানা বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।

উপজেলায় ৮টি ইউনিয়নের ৪৮টি ভোট কেন্দ্রে ১ লাখ ৪৫ হাজার ৬৮৮ জন ভোটার রয়েছে। ভোটের সুন্দর পরিবেশ বজায় রাখতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক রাখতে ভোটের মাঠে ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিজিবি সহ আনসার পুলিশ বাহিনী যথাযথ মোতায়েন রয়েছে। উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রতিদ্বন্দী চেয়ারম্যান প্রার্থীরা হলেন মোঃ হানিফ মুন্সী (দোয়াত কলম), জিয়াউল করীম খান সাজু ( মোটরসাইকেল), আবু আসিফ আহমেদ ( আনারস), জসীম উদ্দিন (হেলিকপ্টার), শাহাবুদ্দিন ( ঘোড়া)।

ভাইস-চেয়ারম্যান পদে মোঃ সেলিম পারভেজ (বই), জয়নাল আবেদীন (চশমা), মোহাম্মদ খালেদ মোছান্নাহ- (টিউবওয়েল) নাজমুল হক ভূঁইয়া (উড়োজাহাজ), মো. আমির হোসেন-(মাইক), কামাল উদ্দিন (তালা)।মহিলা ভাইস চেয়ারম্যান পদে লিমা সুলতানা (পদ্মফুল), জোসনা চৌধুরী- (কলস) মোছাঃ স্বপ্না বেগম-( ফুটবল) প্রার্থী প্রতিদ্বন্দ্বী করছেন।

Share This Article