ইএসডিও-এসইপি প্রকল্পের আওতায় বিনামুল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : ফেব্রুয়ারি ২, ২০২৩, ৫:০৯ অপরাহ্ণ /
ইএসডিও-এসইপি প্রকল্পের আওতায় বিনামুল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প
ইএসডিও-এসইপি প্রকল্পের আওতায় বিনামুল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প

দিনাজপুর সদর উপজেলায় জাতীয় নিরাপদ খাদ্য দিবসে শ্রমিকদের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সদর উপজেলার পুলহাটস্থ বিসিক ফুয়াদ ইন্ডাস্ট্রিজ রাইস মিলে ইকো-সোশ্যাল ডেভলপমেন্টে অর্গানাইজেশন’র (ইএসডিও) আয়োজনে এ স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ইএসডিও-এসইপি ফুল গ্রেইন চাল প্রকল্পের আওতায় সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি)-এর আওতাভুক্ত হাস্কিং মিলের শ্রমিকদের চিকিৎসা সেবা প্রদান করেন ঠাকুরগাঁও ইএসডিও শিশু ও কমিউনিটি হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার মো. মনিরুল ইসলাম সোহেল।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. ফিরোজ আহমেদ মোস্তফা, ইএসডিও-এসইপি প্রকল্পের ফোকাল পার্সন ও এপিসি মো. খাতিবর রহমান, প্রকল্প ব্যবস্থাপক মো. আবু বককর সিদ্দিক আবু, ইএসডিও-মাইক্রোফিন্যান্সের জোনাল ম্যনেজার বাবুল সরকার, পুলহাট শাখা ব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম, দিনাজপুর সদর শাখা ব্যভস্থাপক মো. আনছারুল ইসলাম, জোন আইটি অফিসার মো. আনসারুল আলম, ইএসডিও-এসইপি প্রকল্পের পরিবেশ অফিসার মো. কামরুল ইসলাম, এন্টারপ্রাইজ ডেভলপমেন্ট অফিসার এম এ কাহার বকুল, ডকুমেন্টেশন অফিসার মো. আতিকুজ্জামান রাজীব প্রমুখ।

সেবা পেয়ে মোছা. জয়তুন নাহার (৬৫) বলেন, আমার স্বামী নাই, আমি বয়স্ক মানুষ শরীরও ভালো নাইম বিভিন্ন অসুখে টাকার অভাবে ডাক্তারের কাছে যাবার পাই নাই। আজকে ইএসডিও বাড়ীর পাশে এসে বিনামূল্যে চিকিৎসা দিচ্ছে তাই এখানে এসে ডাক্তার দেখায় ঔষধ নিলাম।

মো. লাল মিয়া (৫৭) নামের একজন বলেন, অনেক দিন থেকেই আমার হাটু ও কোমড়ের ব্যাথায় ছিলাম। টাকার অভাবে চিকিৎসা নিতে পারি নাই, আজকে ইএপিও‘র কাছে বিনামুল্যে চিকিৎসা নিলাম।

স্বাস্থ্য সেবা ক্যাম্প অনুষ্ঠানে পুলহাট এলাকার আশেপাশের হাস্কিং মিলের শ্রমিকদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং তাদের চিকিৎসা (পরামর্শ পত্র) ও ঔষধ দেওয়া হয়। শেষে যারা কোভিড-১৯ টিকা রেজিস্ট্রেশন করেন নাই তাদের রেজিস্ট্রেশন করে টিকা কার্ড দেওয়া হয়।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com