এই প্রকৃতি

সাঈদুর  রহমান লিটন

এই প্রকৃতি সবুজ শ্যামল চোখ জুড়ানো রূপ

দোয়েল, কোয়েল, ময়নার গানে দিল হয়ে যায় চুপ।

পাতার ফাঁকে গলে পড়া,একটু খানি রোদ

চোখ বুলালে বাড়তে থাকে ভালোলাগা বোধ।

ঝিরিঝিরি বইতে থাকা মন পবনের গান

এই প্রকৃতি মায়ার বাঁধন অসীম খোদার দান।

বিশাল আকাশ মেঘের মাঝে একটুকরো নীল

সাদাসাদা মেঘের উপর উড়ে যাওয়া চিল।

এই প্রকৃতি মেঘলা দিনে রামধনুর সাত রঙ

ঝড়ো হাওয়া বয়ে যেয়ে করে হরেক ঢঙ।

উপরে ফেলে সুখের স্বপ্ন বসত বাড়ি ঘর

স্বপ্নে দেখা এই প্রকৃতি করে সবার পর।

এই প্রকৃতি সোনা রঙে হাসতে থাকে রোজ 

নিয়ে থাকে সহায়হীনের ভেঙে পড়া খোঁজ।

মাঠের পরে মাঠ ভরে যায় শুধুই সোনা ধান

খাবার দিয়ে বাঁচিয়ে দেয় আল্লাহ মেহেরবান।

Share This Article