একুশে বইমেলায় নাজমিন হিয়া চৌধুরীর নতুন বই


Parvej Husen Talukder প্রকাশের সময় : জানুয়ারি ২৯, ২০২৩, ৪:১৫ পূর্বাহ্ণ /
একুশে বইমেলায় নাজমিন হিয়া চৌধুরীর নতুন বই
একুশে বইমেলায় নাজমিন হিয়া চৌধুরীর নতুন বই

লেখিকা নাজমিন হিয়া চৌধুরীর প্রথম বই অতএব ভালোবাসা ( রোমান্টিক গল্প ) অমর একুশে গ্রন্থমেলা ২০২৩ উপলক্ষ্যে প্রকাশ হচ্ছে জাতীয় মানের প্রকাশনা প্রতিষ্ঠান পাপড়ি প্রকাশ থেকে। আহমদ ইবরাহিমের প্রচ্ছদে বইটির পরিবেশক দেশজ প্রকাশন। তাছাড়াও দেশের শীর্ষস্থানীয় অনলাইন পরিবেশকদের পরিবেশনায় অতএব ভালোবাসার নির্ধারিত মূল্য ১৮০ টাকা। লেখক নাজমিন হিয়া চৌধুরীর জন্ম ও বেড়ে ওঠা সুনামগঞ্জে হলেও বসবাস সিলেটে। তিনি পেশায় একজন মুক্তপেশাজীবি। লেখালেখিতে তাঁর পথ আরও সমাদৃত হোক।