কাউখালীতে ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে সন্ধা তীরে মানববন্ধন


বাংলাদেশ চিত্র প্রকাশের সময় : মে ৮, ২০২৩, ৭:৪৬ অপরাহ্ণ /
কাউখালীতে ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে সন্ধা তীরে মানববন্ধন
কাউখালীতে ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে সন্ধা তীরে মানববন্ধন

 সন্ধ্যা নদীর ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে পিরোজপুরের কাউখালী  উপজেলার সন্ধা নদীর তীরবর্তী আমরাজুড়ী ফেরিঘাটে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
সোমবার (৮মে) দুপুরে উপজেলার পূর্ব আমরাজুড়ী ও মাগুড়া গ্রামের বাসিন্দারা ভাঙন কবলিত স্থানে দুই ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।
এসময় মানবন্ধনে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহ-জামাল তালুকদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি কাউছার জামিল দীপ, সমাজ সেবক আব্দুল লতিফ খসরু, ইউপি সদস্য আকলিমা গাজী, সাবেক ইউপি সদস্য আমিনুল ইসলাম, ব্যবসায়ী আল আমিন তালুকদার প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রায় ৫ বছর ধরে আমরাজুড়ী ফেরিঘাট এলাকায় নদী ভাঙন চলছে। ইতিমধ্যে নদী ভাঙনের ফলে বিলীন হয়েছে রাস্তাঘাট, দোকানপাট, বাড়ি ঘর ও ফসলি জমি। তাই ভাঙন রোধে স্থায়ী তীর সংরক্ষণ বাঁধ নির্মাণে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এসময় বক্তারা আরো বলেন, আগামী এক মাসের মধ্যে ভাঙন রোধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হলে কঠোর কর্মসূচীর ঘোষনা দিবেন। 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com