কাজিরখিল ইসলামিয়া কাওমিয়া মাদরাসা ও এতিমখানার নতুন ভবনের প্রস্তর স্থাপনের উদ্ভোধন

বাংলাদেশ চিত্র ডেস্ক

আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে কাজিরখিল ইসলামিয়া কাওমিয়া মাদরাসা ও এতিমখানার নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন এর উদ্ভোধন করা হয়েছে। 

সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের কাজিরখিল বাজার কেন্দ্রীয় জামে মসজিদে শিক্ষা সচিব মুফতি কামরুল ইসলাম পরিচালনায় অত্র মাদরাসার সভাপতি আলহাজ্ব মোহাম্মদ বেলাল হোসেন, মোহতামিম হাফেজ মাওলানা মোহাম্মদ উল্লাহ, উপদেষ্টা আবদুল বাকী, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম স্বপ্নন, সহ-সভাপতি আনোয়ার হোসেন, প্রতিষ্ঠাতা ওমর আলী মুন্সি, সহ-সেক্রেটারি হুমায়ুন কবির, কাজিরখিল বাজারের সাধারণ সম্পাদক মনির হোসেন উপস্থিত থেকে দোয়া ও মিলাদের মাধ্যমে ৫ তলা ভিত্তি বিশিষ্ট এ মাদরাসার নির্মাণ কাজের নতুন ভবনের এই ভিত্তি প্রস্তর স্থাপনের শুভ উদ্ভোধন করেন। 

উদ্ভোধনের শুরুতে কাজিরখিল জামে মসজিদে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সময় মাদরাসা সাথে জড়িত ও জায়গা দান কারীদের মাদরাসার পক্ষ থেকে সবাইকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। 

এই সময় অতিথিরা বলেন, ইসলামের সাথে চলাচল করলে ও হাদিস অনুযায়ী জীবন যাপন করতে পারলে দুনিয়ায় চলা অনেক সহজ হয়। তাই মসজিদ মাদরাসার সাথে যারা কাজ করে আল্লাহ তাদেরকে আখিরাত ও দুনিয়ায় ভালো ফলাফল দান করেন। এইজন্য নতুন ভবনের নির্মান কাজের জন্য সমাজের বিত্তশালী ও সবাইকে সামর্থ অনুযায়ী অর্থ দিয়ে এগিয়ে আসার আহবান জানান। 

এই সময় আরো উপস্থিত ছিলেন, মাদরাসা শিক্ষক, মোহাম্মদ ফয়েজ, এতিম ছাত্র, সমাজের বিভিন্ন শ্রেণির পেশাজীবি, সামাজিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ সহ আরো অনেকে। 

যারা সহযোগিতা করবেন নিম্নে বিকাশ ও ব্যাংক একাউন্ট নাম্বার দেওয়া হলো: 

বিকাশ: 01876323055

ব্যাংক: মার্কেইন্টাইল ব্যাংক পিএলসি

একাউন্ট নাম্বার: 3121000056161

Share This Article