কেন্দুয়ায় বিএনপি’র নেতাকর্মী আটক, প্রতিবাদে বিক্ষোভ মিছিল

 হুমায়ুন কবির কেন্দুয়া( নেত্রকোনা) প্রতিনিধি


নেত্রকোনার কেন্দুয়া থানার পুলিশ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় অভিযান চালিয়ে বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করেছে বলে বিএনপির দলীয় সুত্র থেকে জানা যায়।

নেত্রকোনা জেলা বিএনপির সদস্য সচিব রফিক ইসলাম হিলালী শুক্রবার বিকালে জানান, আগামী কাল শনিবার( ২০ মে) নেত্রকোনা জেলা বিএনপির শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ রয়েছে তা বানচাল করার লক্ষ্যে কেন্দুয়া থানার পুলিশ উপজেলা ও পৌরসভায় গায়েবী মামলায় নেতকর্মী গ্রেফতার ও আরো গ্রেফতারের জন্য নেতাকর্মীর বাসা বাড়িতে দিনে রাতে আইনশৃঙ্খলা বাহিনীর তল্লাশি চলমান রয়েছে।
তিনি আরো বলেন, শুক্রবার বিকাল পর্যন্ত ৫ জন নেতাকর্মী নাম জানা গেছে, এর মধ্যে নেত্রকোনা জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন ভুইয়া দুলাল, নেত্রকোনা জেলা তাতীঁ দলের যুগ্ম আহ্বায়ক লুৎফুর রহমান ভূইয়া (লিটন), উপজেলার সান্দিকোনা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভূইয়া (রুকন), নওপাড়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক সালাহ্উদ্দিন সালাম,কেন্দুয়া পৌর শ্রমিক দলের সভাপতি শহীদুল ইসলাম শহীদ।

এদিকে বিকালে কেন্দুয়া পৌরশহরের বিভিন্ন সড়কে বিএনপির নেতাকর্মীরা বিএনপি নেতা কেন্দুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন ভূইয়া দুলালসহ নেতাকমীদের মুক্তি দাবীতে বিক্ষোভ মিছিল করেছেন।

এ বিষয়ে কথা হলে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী হোসেন সাংবাদিকদের জানান, আটকদের নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখিয়ে নেত্রকোনা আদালতে সোপর্দ করা হয়েছে।

Share This Article