গাইবান্ধায় সাফল্য পরিবারের বার্ষিক কবিতা উৎসব ও বনভোজন অনুষ্ঠিত


সহ সম্পাদক (বার্তা) প্রকাশের সময় : মার্চ ১২, ২০২৩, ১:৩৪ অপরাহ্ণ /
গাইবান্ধায় সাফল্য পরিবারের বার্ষিক কবিতা উৎসব ও বনভোজন অনুষ্ঠিত
গাইবান্ধায় সাফল্য পরিবারের বার্ষিক কবিতা উৎসব ও বনভোজন অনুষ্ঠিত

আবু নাসের সিদ্দিক তুহিন, বিভাগীয় প্রধান রংপুর :

সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর বার্ষিক কবিতা উৎসব ও বনভোজন গত ১০ মার্চ এসকেএস ইন গাইবান্ধার বাউল মঞ্চে অনুষ্ঠিত।
সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সভাপতি জয়িতা নাসরিন নাজ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন দৈনিক মাধুকর পত্রিকার বার্তা সম্পাদক বিশিষ্ট সাংবাদিক উজ্জ্বল চক্রবর্তী,রেডিও সারাবেলার স্টেশন ম্যানেজার বিশিষ্ট লেখক মাহফুজ ফারুক, লেখক সংগঠক শহীদুল্লাহ্হীল কবীর ফারুক, উপাধ্যক্ষ নাসরিন রেখা, বিশিষ্ট সাংবাদিক তামজিদুর রহমান তুহিন, সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর নির্বাহী সভাপতি শিক্ষা কর্মকর্তা শরীফ আহমাদ, সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক আবু নাসের সিদ্দিক তুহিন, কবি মামুনুর রশীদ মন্ডল, কবি আব্দুল হাদী, সাংবাদিক আমিরুল ইসলাম কবির, কবি আতাউর রহমান, কবি মনিরা পারভীন পপি, কবি নাজিরা জাহান, কবি জয়ন্ত কুমার গৌতম,কবি লেখক গল্পকার মিফতাহুল জান্নাত প্রমি,কবি রাসেল আহাম্মেদ, সিদরাতুল মুনতাহা, আবুল কালাম আজাদ প্রমুখ।
দিনভর কবিতা আবৃত্তি, শুভেচ্ছা বক্তব্য, খেলাধুলা, লটারি, পুরস্কার বিতরণ, এবং রেডিও সারাবেলায় সাংবাদিক উজ্জল চক্রবর্তীর উপস্থাপনায় সারাবেলা ভবনে সাহিত্য আসর অনুষ্ঠিত হয়। সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর কবিতা উৎসবে অর্ধশতাধিক কবি-লেখক দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণ করেন।
কবিতা উৎসবটি পরিচালনা করেন সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক আবু নাসের সিদ্দিক তুহিন সাংবাদিক ,উজ্জ্বল চক্রবর্তী, এবং গল্পকার মামুনুর রশীদ মন্ডল।
উল্লেখ্য সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ প্রতিবছর কবি-লেখকদের মিলনমেলা, কবি সম্মেলন, কবিতা উৎসব, বনভোজন, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক, মানবিক, কার্যক্রম করে আসছেন, বিভিন্ন অবদানের স্বীকৃতি স্বরুপ সাহিত্যে, সাংবাদিকতায়,সমাজসেবা সহ নানা অবদানের সম্মাননা নিয়মিত দিয়ে আসছেন, ইতিমধ্যেই এপাড়বাংলা ওপাড় বাংলায সংগঠনের নামটি নানা ভাবেই ইতিবাচক কাজের স্বীকৃতি পেয়েছেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com