গাইবান্ধা সদরে ড্রাম ট্রাকের চাপায় গম ব্যবসায়ী নিহত 

বাংলাদেশ চিত্র ডেস্ক

গাইবান্ধার সদরে ডাম্প ট্রাকের চাপায় পিষ্ট হয়ে গোলাম মাওলা (৫৫) নামের এক গম  ব্যবসায়ী  নিহত  হয়েছে। গম বহনকারী ব্যাটারিচালিত অটো উল্টে যাওয়ায়  চালক আহত হয়েছেন।নিহত গোলাম মাওলা ব্যপারি সাদুল্লাপুর উপজেলার লালবাজারের জামুডাঙ্গা এলাকার মৃত আকবর আলীর ছেলে।

রবিবার (২ জুন) দুপুর সোয়া ৩টার দিকে সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের খোলাবাড়ী বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেন বল্লমঝাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার রহমান।

স্থানীয়রা জানায় , সকালে গোলাম মাওলা ব্যপারি গম ক্রয় করতে বাড়ী থেকে গাইবান্ধা শহরে আসেন।এরমধ্যে দুপুর সোয়া তিনটার দিকে শহর থেকে গম ক্রয় করে ব্যটারিচালিত অটো যোগে বাড়ী ফিরছিলেন মাওলা। মাওলা গমের বস্তা বোঝাই অটোর উপরেই বসে যাচ্ছিলেন। পথেই সাদুল্লাপুর সড়কের খোলাবাড়ী বাজার এলাকায় পৌঁছালে পিছন দিক থেকে একটি ডাম্প ট্রাক ব্যাটারি চালিত অটোটিকে ধাক্কা দেয়।

ফলে অটো চালাক ছিটকে পড়ে গেলেও মাওলা রাস্তায় পড়ে যায়। এ সময় অটো চালক গুরত্বর ক্ষতি হয় তবে ডাম্প ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় গোলাম মাওলা। স্থানীয়রা আরো জানায়, অটোচালককে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তাৎক্ষনিক অটোচালকের পরিচয় জানা যায়নি।

এ বিষয়ে সদর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) সেরাজুল ইসলাম বলেন, ঘটনার পর চালক পালিয়ে গেলেও ঘাতক ডাম্প ট্রাকটি আটক করা হয়েছে। বর্তমানে মামলার প্রস্তুতি চলছে একথা জানান তিনি।

Share This Article