চট্টগ্রাম মহানগর বিএনপির পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি ঘোষণা

বাংলাদেশ চিত্র ডেস্ক

 চট্টগ্রাম মহানগর বিএনপির পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।  সোমবার (০৪ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে উক্ত কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত এ কমিটির আহবায়ক হলেন আলহাজ্ব এরশাদ উল্লাহ, যুগ্ম আহ্বায়করা হলেন- মোহাম্মদ মিয়া ভোলা, এমএ আজিজ, এডভোকেট আব্দুস সাত্তার, সৈয়দ আজম উদ্দিন, এস এম সাইফুল আলম, কাজী বেলাল উদ্দীন, সাফিকুর রহমান স্বপন, হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, শাহ আলম, আর ইউ চৌধুরী শাহিন, শওকত আলম খাজা (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত), ইয়াছিন চৌধুরী লিটন, আহম্মেদুল আলম চৌধুরী (রাসেল), শিহাব উদ্দীন মুবিন (প্রচারের দায়িত্বপ্রাপ্ত) ও মঞ্জুরুল আলম মঞ্জু। নাজিমুর রহমানকে করা হয়েছে সদস্য সচিব। এছাড়া বিলুপ্ত কমিটির সাবেক আহ্বায়ক  ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) সদ্য মেয়র ডাঃ শাহাদাত হোসেন এবং সাবেক সদস্য সচিব আবুল হাশেম বক্করকে সদস্য করা হয়েছে।

এডভোকেট মফিজুল হক ভুইঁয়া, ইকবাল চৌধুরী, জয়নাল আবেদীন জিয়া, এম এ হান্নান, অধ্যাপক নুরুল আলম রাজু, এসএম আবুল ফয়েজ, আবুল হাসেম, ইস্কান্দর মির্জা, জাহাঙ্গীর আলম দুলাল, মুজিবুল হক, মোঃ মহসিন, মোঃ খোরশেদুল আলম, মোঃ সালাউদ্দিন, গাজী সিরাজ উল্লাহ, কামরুল ইসলাম, সৈয়দ শিহাব উদ্দীন আলম, আনোয়ার হোসেন লিপু, মামুনুল ইসলাম হুমায়ুন, মশিউল আলম স্বপন, মোশাররফ হোসেন দিপ্তী, মোঃ জাফর আহম্মদ, একে খান, গাজী আইয়ুব, মাহবুব রানা, এমএ সবুর, নুরু উদ্দিন হোসেন নুরু, মোহাম্মদ আবু মুসা, হানিফ সওদাগর, সরফরাজ কাদের চৌধুরী রাসেল, মোহাম্মদ আজম, মোঃ ইসমাইল বালি, মোঃ আশরাফুল ইসলাম ও মোহাম্মদ ইউছুপ।

Share This Article