চা শ্রমিকদের চলমান মজুরী বৃদ্ধির আন্দোলনে সংহতি প্রকাশ করেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি।(২০ আগষ্ট) শনিবার চান্দপুর চা বাগানে শ্রমিক নেতৃবৃন্দের সমাবেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) হবিগন্জ জেলা কমিটির সিনিয়র সদস্য চুনারুঘাট উপজেলা শাখার সভাপতি কমরেড আব্দুর রশিদ এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল শ্রমিক সমাবেশে যোগ দেন।সমাবেশে হবিগন্জ জেলা সিপিবির পক্ষ থেকে পূর্ণ সমর্থন ও সংহতি প্রকাশ করা হয়।যে কোন ন্যায্য দাবী আদায়ের সংগ্রামে চা শ্রমিকদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা সিপিবি নেতা প্রভাষক মৃদুল কান্তি রায়, রন্জন রায় ও আরিফ হোসেন।শ্রমিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাধন সাওতাল,সন্ধ্যা রাণী,খায়রুন আক্তার,আব্দুর রহিম প্রমুখ।
আপনার মতামত লিখুন :