
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাটোরের বড়াইগ্রামের সন্তান সাজিদুল বাসার। তিনি এর আগে সংগঠনটির নাটোর জেলা কমিটির প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক ও পরবর্তীতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক সাজিদুল বাসার বলেন, “দেশের শিক্ষার্থীদের অধিকার আদায়ের লক্ষ্যে আমরা সবসময় আন্দোলন-সংগ্রামে ছিলাম এবং থাকবো। ২০১৮ সালের ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আমরা সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছি। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সবসময় শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায়ে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, “শিক্ষা, মুক্ত চিন্তা ও ন্যায়বিচারের পক্ষে আমাদের সংগ্রাম চলবে। দল-মতের ঊর্ধ্বে উঠে দেশের প্রতিটি শিক্ষার্থীর অধিকার নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।”
ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির নতুন নেতৃত্ব নিয়ে নেতাকর্মীরা আশাবাদী। তারা মনে করছেন, সংগঠনটি ভবিষ্যতে আরও কার্যকরভাবে শিক্ষার্থীদের অধিকার রক্ষায় কাজ করবে।