
বিল্লাল হোসাইন, জামলপুর :
আসন্ন জামালপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী এডভোকেট হাফিজুর রহমান স্বপনের কাপ-পিরিচ প্রতীকে নির্বাচনী প্রচারণা উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ এপ্রিল) রাতে শহরের ২নং ওয়ার্ডরস্থ কম্পপুর এলাকায় গুরুস্থান মার্কেট সরকার বাড়ি এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. এম এ মান্নান খানের সভাপতিত্বে ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারহান আহাম্মেদের সঞ্চালনায়
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক আহমেদ চৌধুরী।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা পরিষদের কাপ-পিরিচ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এডভোকেট হাফিজুর রহমান স্বপন।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক জহুরুল ইসলাম, জেলা যুবলীগের সহ-সভাপতি বাবুল আক্তার, যুগ্ম-সাধারণ সম্পাদক মারুফুর রহমান সুমন, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান সরকার মাসুদ, সহ-সম্পাদক ফেরদৌস হাসান, সাবেক কাউন্সিলর শেখ আব্দুল্লাহ প্রমুখ।
এসময় বক্তারা আগামী ৮ মে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী এডভোকেট হাফিজুর রহমান স্বপনের কাপ পিরিচ প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান।
এসময় সভায় জেলা আওয়ামী লীগ, শহর আওয়ামী লীগ, জেলা যুবলীগ ও ২নং ওয়ার্ডরস্থ সকল আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।