জামালপুরে ৩দিনের সর্বাত্মক কর্মবিরতি পালন করেছেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা

বিল্লাল হোসাইন, জামালপুর :

বিল্লাল হোসাইন, জামালপুর :
‘ক্যাডার বৈষম্য নিরসন চাই’ এই প্রতিপাদ্য নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসন, সুপার নিউমারারি পদে পদোন্নতি, অধ্যাপক পদ তৃতীয় গ্রেডে উন্নীতকরণ, অর্জিত ছুটি প্রদান এবং ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের নিয়োগবিধি বাতিল, শিক্ষা ক্যাডার তফসিলভুক্ত পদ থেকে শিক্ষা ক্যাডার বহির্ভূতদের প্রত্যাহার ও প্রয়োজনীয় পদসৃজনসহ বিভিন্ন দাবিতে জামালপুরে ‘সর্বাত্মক কর্মবিরতি’ শুরু করেছেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা।

মঙ্গলবার সকাল ৯টা থেকে সরকারি জাহেদা সফির মহিলা কলেজে টানা তিন দিনের এ কর্মসূচি শুরু করেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা।

এসময় উপস্থিত ছিলেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতি সরকারি জাহেদা সফির মহিলা কলেজ ইউনিটের সভাপতি ও কলেজের অধ্যক্ষ প্রফেসর হারুন-অর-রশিদ, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. শহীদুল্লাহ, বিসিএস সাধারণ শিক্ষা সমিতি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. মোহাইমিনুল হক, সরকারি জাহেদা সফির মহিলা কলেজ ইউনিটের সম্পাদক প্রফেসর খায়রুজ্জামান প্রমুখ।

‘সর্বাত্মক কর্মবিরতি পালনকালে কোন ক্লাসে যাননি শিক্ষা ক্যাডারের শিক্ষকরা। এতে করে শিক্ষার্থীরা পড়ে বিপাকে। এসময় শিক্ষার্থীরা ক্লাস না করতে পেরে কলেজ থেকে বের হয়ে যান।

জানা যায়, বিসিএস সাধারণ শিক্ষা সমিতির ডাকে দেশের সরকারি কলেজ, সরকারি আলিয়া মাদ্রাসা, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি), শিক্ষা বোর্ডসহ শিক্ষা সংশ্লিষ্ট দপ্তরগুলোয় এ কর্মবিরতি পালন হচ্ছে।

এর আগে একই দাবিতে গত ৫ সেপ্টেম্বর সংবাদ সম্মেলন, ১৪ সেপ্টেম্বর অবস্থান কর্মসূচি পালন, ৩০ সেপ্টেম্বর সাংবাদিক সম্মেলন ও ২ অক্টোবর কর্মবিরতি পালন করেছিলেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা।

বিসিএস সাধারণ শিক্ষা সমিতি সরকারি জাহেদা সফির মহিলা কলেজ ইউনিটের সভাপতি ও কলেজের অধ্যক্ষ প্রফেসর হারুন-অর-রশিদ বলেন, কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক ১০, ১১ ও ১২ অক্টোবর টানা তিন দিনের ‘সর্বাত্মক কর্মবিরতি’ ঘোষনা করা হয়েছে। সেই অনুযায়ী আজকে সকাল থেকে আমরা কর্মবিরতি শুরু করেছি। মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী আন্ত:ক্যাডার–বৈষম্য নিরসনসহ সুষ্ঠু শিক্ষা ব্যবস্থাপনা নিশ্চিতকরনে ক্যাডার কম্পোজশিনের রোলসের সঠিক প্রয়োগ করা হবে।

Share This Article