ডুমুরিয়ার সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী এজাজের ঘোড়া প্রতীকের পক্ষে মতবিনিময়

বাংলাদেশ চিত্র ডেস্ক

ডুমুরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী গাজী ইজাজ আহমেদের পক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় ডুমুরিয়া প্রেসক্লাবে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল। এ সময়ে উপস্থিত ছিলেন ঘোড়া প্রতীকের প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহানেওয়াজ হোসেন জোয়াদ্দারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ জামিল খান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সরদার আবু সাঈদ, আলহাজ্ব শেখ হেফজুর রহমান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিঃ মাহফুজুর রহমান সোহাগ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন, জেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সরদার জাকির হোসেন, প্রচার সম্পাদক জলিল তালুকদার, যুবলীগ নেতা বিধান চন্দ্র রায়, সুমন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক খান আবু বক্কার, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোল্লা সোহেল রানা, কৃষকলীগের আহবায়ক অরিন্দম মল্লিক, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ ইকবাল হোসেন, সদর যুবলীগের আহবায়ক খান রবিউল ইসলাম আন্টু, উপজেলা ছাত্রলীগের সভাপতি খান আবুল বাসার।

প্রেসক্লাবের পক্ষে বক্তব্য উপস্থাপন করেন সভাপতি এস এম জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক শেখ মাহাতাব হোসেন, সাবেক সভাপতি এম এ এরশাদ, বিলায়েত হোসেন, শেখ এনামুল বাসার টিটো, আব্দুর রশিদ বাচ্চু, জাহিদুর রহমান বিপ্লব, মোক্তার হোসেন, আরিফুজ্জামান নয়ন প্রমুখ। ঘোড়া প্রতীকের প্রার্থীর পক্ষে কামরুজ্জামান জামাল বলেন, সাংবাদিকদের বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জাতি প্রকৃত সত্য জানতে পারে। গাজী এজাজ সকল প্রার্থীর চেয়ে যোগ্য দাবী করে তিনি বলেন, ডুমুরিয়ার মানুষ অতীতের কাজের মুল্যায়ন করে আবারও ঘোড়া প্রতীকে ভোট দেবে বলে তিনি আশা প্রকাশ করেন। ঘোড়া প্রতীকের প্রার্থী গাজী এজাজ আহমেদ সকল ভেদাভেদ ভূলে ঐক্যবদ্ধ ভাবে সকলে কাজ করে তাকে বিজয়ী করার আহবান জানান। উল্লেখ্য আগামী ২৯ মে ডুমুরিয়া উপজেলা পরিষদ নির্বাচন।

Share This Article