তীব্র তাপদাহে আলফাডাঙ্গা পৌর মেয়রের উদ্যোগে শরবত বিতরণ

বাংলাদেশ চিত্র ডেস্ক

ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার মেয়র মো. আলী আকসাদ ঝন্টু’র উদ্যোগে পথচারীদের মাঝে বিনামূল্যে বিশুদ্ধ ঠাণ্ডাপানি ও শরবত বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার ( ১ মে ) সকাল ১১টায় পৌর সদর বাজারের প্রাণকেন্দ্র চৌরাস্তায় মানব সেবার এ কর্মসূচীর উদ্বোধন করেন তিনি। তাপদাহ যতদিন থাকবে এই কার্যক্রমও ততদিন অব্যাহত থাকবে।

মনির খান নামে এক অটোভ্যান চালক জানান, কর্মের জন্য বাহিরে আসতেই হয়। এই প্রচন্ড গরমে আমাদের ভ্যান চালাতে খুব সমস্যা হচ্ছে। শরীরে ঘাম ঝরে গলা শুকিয়ে যায়। পৌর মেয়রের এমন ব্যতিক্রম উদ্যোগে আমরা এই ঠান্ডা শরবত পান করতে পেরে খুব শান্তি লাগলো।

মুরাদ মোল্যা নামে অপর এক পথচারী জানান, কাজে এসেছিলেন বাজারে। গরমে খুব তৃষ্ণা লাগছিলো। এই ঠান্ডা লেবুর শরবত খেয়ে শরীরে স্বস্তি ফিরে এলো।

জানতে চাইলে আলফাডাঙ্গা পৌরসভার মেয়র মো. আলী আকসাদ ঝন্টু বলেন, ‘কয়েকদিন ধরে বাড়ছে তাপপ্রবাহ। তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনসাধারণ। বিশেষ করে দিনমজুর খেটে খাওয়া মানুষেরা পড়ছে চরম বিপাকে। রাস্তায় বের হলে প্রচন্ড গরমে তৃষ্ণার্ত হচ্ছেন তারা। তাদের কথা ভেবেই শরীর শীতল রাখার জন্য এই উদ্যোগ গ্রহণ করি।’

Share This Article