দিরাইয়ের সাহিত্য সংগঠন সুসারের কার্যকরি কমিটিতে ( ২২-২৩ ) কবি পারভেজ


Parvej Husen Talukder প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৪, ২০২২, ১:৩৯ অপরাহ্ণ /
দিরাইয়ের সাহিত্য সংগঠন সুসারের কার্যকরি কমিটিতে ( ২২-২৩ ) কবি পারভেজ

সাহিত্য ও সাংস্কৃতিক ভূমি সুনামগঞ্জের উপজেলা দিরাইয়ের সাহিত্য সংগঠন সু-সাহিত‍্যের রণাঙ্গণ ( সুসার ) এর ২০২২-২০২৩ মেয়াদী কেন্দ্রীয় কমিটিতে সাহিত্য সম্পাদক এখন হাওর অঞ্চলের সুলতান ছড়াকার খ‍্যাত কবি ও শিশুসাহিত্যিক পারভেজ হুসেন তালুকদার। আজ শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২ ইংরেজি তারিখে সুসারের এক অফিশিয়াল বিজ্ঞপ্তিতে বিষয়টি প্রকাশিত হয়। এই কিশোর কবি ও শিশুসাহিত‍্যিক গুগল নলেজ প‍্যানেলভুক্ত দিরাইয়ের একমাত্র কবি। ২০১৯ সালে অনলাইন ও ইলেকট্রনিকস মিডিয়ায় সাহিত্যকর্ম নিয়ে আত্মপ্রকাশ করা পারভেজ অল্প সময়েই সৃজনশীলতার ছাপ রাখছেন সাহিত্য অঙ্গনে, বতর্মান সময়ে দেশের তরুণ লেখকদের মধ্যে আলোচিত একজন। পারভেজ হুসেন তালুকদারের জন্ম ২০০৫ সালের ২৩শে আগস্ট উপজেলার জটিচর গ্রামে।