দেশগ্রাম এর ইফতার মাহফিল, আলোচনা সভা ও শাহীনা রব স্মৃতি পদক প্রদান অনুষ্ঠিত

বাংলাদেশ চিত্র ডেস্ক

দেশগ্রাম মিডিয়া সেন্টারের আয়োজনে জাতীয় পত্রিকার দেশগ্রাম এর ইফতার মাহফিল আলোচনা সভা এবং শাহীনা রব স্মৃতি পদক প্রদান অনুষ্ঠান ১১ এপ্রিল রাজধানীর তোপখানাস্থ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। দেশগ্রাম মিডিয়া সেন্টারের চেয়ারম্যান মোস্তফা কামাল মাহ্দীর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক, প্রধান আলোচকের বক্তব্য রাখেন বিশিষ্ট অভিনেতা এবং অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন এবং উদ্বোধক ছিলেন দেশগ্রাম এর উপদেষ্টা সম্পাদক কবি সৈয়দ নাজমুল আহসান।

বিশিষ্ট উপস্থাপক নুরুল ইসলাম খান মামুনের পরিচালনায় এবং রাইস গ্লোবাল লিমিটেড এর চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, দেশগ্রাম এর যুগ্ম বার্তা সম্পাদক সুজন হাসানের ব্যবস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় কবিতা মঞ্চের প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় সভাপতি এবং দৈনিক দেশজগত পত্রিকার সম্পাদক ও প্রকাশক কবি মাহমুদুল হাসান নিজামী, বিশিষ্ট মুফাসসিরে কোরআন পীরজাদা মাওলানা ক্বারী খন্দকার শহীদুল হক, দেশগ্রাম এর সহকারী সম্পাদক লোকমান হেকীম, জি কে মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ হানিফ সিকদার, সময়ের জানালার সম্পাদক ও প্রকাশক ইঞ্জিনিয়ার কবি আলাউদ্দিন আদর, জারিফ হোমিও হলের প্রধান চিকিৎসক প্রভাষক ডা. জাকির হোসেন, তৌহিদ এসোসিয়েটস এর প্রতিষ্ঠাতা মো. তৌহিদুজ্জামান, রসুলপুর মাতাইন হাজী আসাদুজ্জামান উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আসাদুজ্জামান খোকন এবং বিশিষ্ট সমাজসেবক ফোরকান উদ্দিন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠক শাহাবুদ্দিন শিহাব, সাংবাদিক সিনথিয়া জারা, চিত্রশিল্পী মোহাম্মদ আলী, সাংবাদিক মনিরুল ইসলাম ভূঁইয়া, রাহাত হোসাইন প্রমুখ। দোয়া মোনাজাত পরিচালনা করেন প্রিন্সিপাল মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম মাদানী এবং সার্বিক সহযোগিতায় ছিলেন সাংবাদিক সিনথিয়া জারা, হাসান মাহমুদ জয়, সাংবাদিক তানজিদ আহমেদ, মনিরুল ইসলাম ভূঁইয়া, বাবু নিগমানন্দ রায় মোস্তাফিজুর রহমান, মোঃ শাহিন, মোঃ রেজদওয়ান , আব্বাস উদ্দিন ও তপন রায়।


অনুষ্ঠানে শাহীনা রব স্মৃতি পদক – ২০২২ প্রদান করা হয় । ২০২২ সালের পদকপ্রাপ্তরা হলেন- সমাজ সেবায় মোঃ লোকমান হেকিম, ইসলামী সঙ্গীতে শাহাবুদ্দিন শিহাব, তাফসির মাহফিলে – মাওলানা খন্দকার ক্বারী শহিদুল হক, শিক্ষানুরাগী হিসেবে মোঃ হানিফ শিকদার, সাহিত্যে কবি আলাউদ্দিন আদর, চিকিৎসা ক্ষেত্রে প্রভাষক ডা. জাকির হোসেন, কারিগরি শিক্ষায়- মোঃ তৌহিদুজ্জামান, ব্লাড ডোনার সংগঠক হিসেবে সুজন হাসান, সংগঠক হিসেবে সাহাব উদ্দিন শিহাব, সাংবাদিকতায় সিনথিয়া জারা, রাজনীতি এবং সমাজসেবায়- সাইফুর রহমান তৌহিদ, চিত্রশিল্পে মোহাম্মদ আলী, সংগঠক হিসেবে এইচ এম রফিকুল ইসলাম কামাল (ভিপি কামাল), ক্রীড়াঙ্গনে রকিবুল হাসান রিজন, সিটি সাংবাদিকতায় হাসান মাহমুদ জয়, মফস্বল সাংবাদিকতায় শেখ আশরাফুল ইসলাম সজীব, মানবাধিকার সংগঠনে মোঃ জিয়াউদ্দিন, অফিস ব্যবস্থাপনায় মোঃ মনিরুল ইসলাম ভূঁইয়া, ছাত্র রাজনীতিতে সিফাত উদ্দিন সুজন, অভিনয়ে আলামিন মুন্না, আধুনিক কন্ঠশিল্পী হিসেবে এসআই খোকন, বাণিজ্যিক গবেষণায় সাইফুল ইসলাম সুফিয়ান এবং শিক্ষকতায় মাওঃ মুফতি শাহাদাত হোসেন রিয়াজ।

আলোচনা সভায় বক্তারা দেশগ্রামের উত্তরোত্তর সফলতা কামনা করেন এবং দেশগ্রাম মিডিয়া সেন্টারের চেয়ারম্যান মোস্তফা কামাল মাহ্দী’র মরহুম মাকে স্মরণ করেন।

আলোচনা সভা ও সম্মাননা প্রদান সম্পন্ন করে উপস্থিত অতিথিবৃন্দ ইফতার গ্রহণ করেন।

আয়োজক সূত্রে জানা গেছে, শাহীনা রব স্মৃতি পদক ধারাবাহিকভাবে প্রদান করা হবে।

Share This Article