নাটোরের সিংড়ায় কৃষকের পাশে যুবলীগ


বাংলাদেশ চিত্র প্রকাশের সময় : মে ২০, ২০২৩, ১০:১৪ অপরাহ্ণ /
নাটোরের সিংড়ায় কৃষকের পাশে যুবলীগ
নাটোরের সিংড়ায় কৃষকের পাশে যুবলীগ


নাটোরের সিংড়ায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়েছেন যুবলীগেরনেতাকর্মীরা। শনিবার (২০ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত পৌরসভার সোহাগবাড়ি এলাকার ১ কৃষকের ২২ কাঠা জমির বোরো ধান কেটে দেন তারা। উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সোহেল তালুকদার ও সাধারণ সম্পাদক প্রভাষক আনিছুর রহমান লিখনের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী এতে অংশ নেয়। চলতি বোরো মৌসুমে কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিতে নেতাকর্মীদের নির্দেশ দেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান নিখিল। তাদের সেই আহŸানে সাড়া দিয়ে নাটোরের সিংড়া উপজেলা যুবলীগের নেতাকর্মীরা কৃষকদের পাকা ধান কেটে ঘরে তুলে দেওয়ার কর্মসূচি শুরু করেন।

সোহাগবাড়ির কৃষক হাফিজুর রহমান বলেন, আমার ২২ কাঠা জমিতে বোরো ধানের আবাদ করেছিলাম। শ্রমিক সংকটের কারণে ধান কাটতে পারছিলাম না। শেষের দিকে শ্রমিক পাওয়া দুস্কর হয়ে পড়েছে। বিষয়টি জানতে পেরে বিনামূল্যে যুবলীগের নেতাকর্মীরা আমার জমির ধান কেটে দিয়েছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞ।সিংড়া উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক আনিছুর রহমান লিখন বলেন, বাংলাদেশ সরকারের সফল তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী এডভোকেট জুনাইদ আহমেদ পলক এমপির অনুপ্রেরণায়, বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের নির্দেশনায় আমরা উপজেলা যুবলীগ অস”ছল কৃষকদের ধান কেটে ঘরে তুলে দেওয়ার কর্মসূচি গ্রহণ করেছি। আজ প্রথমদিনে ১ জন কৃষকের ২২ কাঠা জমির ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিয়েছি।
উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সোহেল তালুকদার বলেন,চলনবিলের কৃষকদের ধান ঘরে তুলে দিতে আমরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কাজ করছি। আজ একজন কৃষকের ধান ঘরে তুলে দিয়েছি। চলনবিলের ধান কাটা শেষ না হওয়া পর্যন্ত আমরা কৃষকের পাশে থাকবো।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com