নোয়াখালীতে গাড়ি ভাংচুর ও শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধিঃ

আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধি:
মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় স্টার লাইন পরিবহনের সন্ত্রাসী নোয়াখালী জেলার বাস মিনিবাস মালিক সমিতি আনন্দ- জননী সার্ভিসের গাড়ি ভাংচুর ও শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে উপজেলা চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এইসময় প্রধান সড়ক পদক্ষিন হয়ে গন মিছিল নিয়ে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়।

এই সময় নোয়াখালী ৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশীদ কিরনের আশ্বাসে এবং সুষ্ঠু বৈঠকের প্রতিশ্রুতির মাধ্যমে মানববন্ধন সাময়িকভাবে সমাপ্তি ঘোষণা করেন।

সম্প্রতি এই সড়কে ফেনী থেকে লক্ষ্মীপুর পর্যন্ত স্টার লাইন সার্ভিস এর কয়েকটি গাড়ি চলাচল করতে চাইলে আনন্দ পরিবহন ও যমুনা পরিবহনের গাড়ির মালিক ও শ্রমিকদের মধ্যে এই সংকট সৃষ্টি হয়।

এই সময় উপস্থিত ছিলেন, পরিবহন মালিক সমিতির সভাপতি আমিরুল ইসলাম মান্না, শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক আবদুর রহিম সহ পরিবহনের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Share This Article