নোয়াখালীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত

আজিজ আহমেদ

আজিজ আহমেদ(নোয়াখালী প্রতিনিধি):- দীর্ঘ ১৭ বছর পর ২০০৫ সালের নোয়াখালীর বেগমগঞ্জের আলোচিত বিবি ফাতেমা আক্তার পলি হত্যা মামলায় নিহতের স্বামী মঈনুদ্দিনকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত।
রবিবার দুপর ২.৩০ মিনিটে নোয়াখালী জেলা বিশেষ জজ আদালতের বিচারক এ এন এম মোরশেদ খান এই আদেশ দেন। এসময় তিনি অপর ৫ আসামীকে মামলা থেকে অব্যাহতি প্রদান করেন।
২০০৫ সালে ৩১ শে আগস্ট নিখোঁজের দুই দিন পর বিবি ফাতেমা আক্তার পলির লাশ বেগমগঞ্জের অনন্তপুরের একটি খালের মধ্যে থেকে উদ্ধার করে পুলিশ । পরে নিহতের বাবা ইব্রাহীম মিয়া ফাতেমা আক্তারের স্বামী মঈনুদ্দিনকে প্রধান আসামাী করে বেগমগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
বাংলাদেশ চিত্র/এআর

Share This Article