গবি প্রতিনিধিঃ
জাতীয় স্মৃতিসৌধের সামনে পথ শিশুদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন রাইটস ফাউন্ডেশনের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) স্বেচ্ছাসেবী শিক্ষার্থীরা।
বুধবার (৫ এপ্রিল) ইফতারের আগ মুহুর্তে গবির সাধারণ কর্মচারী তৃতীয় লিঙ্গের গার্ড সহ সাভারের স্মৃতিসৌধ এলাকার আশ্রয়হীন, শিক্ষাবঞ্চিত পথ শিশুদের মধ্যে ২৫০ প্যাকেট ইফতার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য, করোনা মহামারির ক্রান্তিকালীন সময়ে ২০২১ সালের ৫ই জানুয়ারী এ শিশুদের নিয়ে প্রতিষ্ঠিত এ স্বেচ্ছাসেবী সংগঠনটি মূলত অসহায় এতিম ও পথ শিশুদের শিক্ষা, আহার ও যেকোনো ধরনের সেবা দানের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়। এছাড়া তারা অসহায় কর্মহীন কয়েকটি পরিবারের কর্মসংস্থানের সুযোগ দান, অসহায় পরিবারের মাঝে রমজানের খাবার, ইফতার ও ঈদ সামগ্রী চিকিৎসা সহ সারা দেশে তারা মুমূর্ষু ব্যক্তির জীবন বাঁচাতে রক্ত দান করে আসছেন। এখন পর্যন্ত মাগুরা, যশোর, ঢাকা সহ প্রক্রিয়াধীন গণ বিশ্ববিদ্যালয় শাখা গুলোর মাধ্যমে তারা এ স্বেচ্ছাসেবী কার্যক্রম গুলো পরিচালনা করে আসছে।
আপনার মতামত লিখুন :