পুলিশ সুপার পদোন্নতি পেলেন মতলব উত্তরের তিন কৃতী সন্তান

বাংলাদেশ চিত্র ডেস্ক

বাংলাদেশ চিত্র ডেস্ক ::

পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন মতলব উত্তর উপজেলার তিন কৃতী সন্তান। পদোন্নতিপ্রাপ্তরা হলেন- অতিরিক্ত পুলিশ সুপার (পিবিআই) মো. আবু ইউসুফ, ঢাকা ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শাহেন শাহ, অতিরিক্ত পুলিশ সুপার এসবি ঢাকা মো. জসিম উদ্দীন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

মো. আবু ইউসুফ ফরাজীকান্দি গ্রামের কৃতী সন্তান , শাহেন শাহ উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের বেগমপুর গ্রামের কৃতী সন্তান ও মো. জসিম উদ্দীন উপজেলার সুগন্ধি গ্রামের কৃতী সন্তান। তাদের পদোন্নতির খবরে মতলব উত্তর উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেইসবুকে) শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।

সিনিয়র সহকারী সচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ যোগদানের তারিখ হতে কার্যকর হবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ঠিক আগ মুহূর্তে পদোন্নতি পেয়ে পুলিশ সুপার (গ্রেড-৫) হলেন অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ১৭৭ কর্মকর্তা। এরমধ্যে ২৭ কর্মকর্তাকে স্বাভাবিক পদোন্নতি ও ১৫০ কর্মকর্তাকে সুপারনিউমারারি হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।

Share This Article