বিএসএমএমইউ কর্মচারী ইউনিয়ন নির্বাচন: সভাপতি- নজরুল, সম্পাদক- লোকমান

বাংলাদেশ চিত্র ডেস্ক

২৪ জুলাই রোজ রবিবার- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী ইউনিয়ন নির্বাচনে প্রার্থীগণের বে-সরকারী ভাবে ফলাফল প্রকাশিত হয়েছে।


এর মাঝে বিপুল ভোটে যারা নির্বাচিত হয়েছেন তাদের মধ্যে-
সভাপতি- মোঃ নজরুল ইসলাম ২৫৫ ভোট, সহ-সভাপতি- মোঃ রুবেল মিয়া- ৩৯৫ ভোট, সহ-সভাপতি- মোঃ জামাল হোসেন- ৩২৯ ভোট, সহ-সভাপতি- মোঃ ইব্রাহীম হোসেন- ২৬২ ভোট, সাধারণ সম্পাদক- মোঃ লোকমান – ৫৪৬ ভোট, যুগ্মসাধারণ সম্পাদক- মোঃ সজীব হোসেন মোল্লা – ৪৭০ ভোট, যুগ্ম-সাধারণ সম্পাদক- মোঃ রেজাউল আহমেদ রনি- ৩৯০ ভোট, সাংগঠনিক সম্পাদক- মোঃ ইদ্রিস ইসলাম – ৩৪৭ ভোট, সহ-সাংগঠনিক সম্পাদক- মোঃ শাহ আলম মিয়া – ৫৩৭ ভোট, সহ-সাংগঠনিক সম্পাদক- মোঃ আব্দুল বারেক শেখ – ৫০৮ ভোট, সহ-সাংগঠনিক সম্পাদক- নিমাই চন্দ্র সরকার -৪০৮ ভোট, কোষাধ্যক্ষ- মোঃ মোস্তফা মোল্লা- ৫০১ ভোট, দপ্তর সম্পাদক- সজল সরকার- ৪৭৫ ভোট, সাংস্কৃতিক সম্পাদক- মোঃ তরিকুল ইসলাম- ৩৬০ ভোট, সমাজ কল্যাণ সম্পাদক- মোঃ শাহিনুর সোহাগ- ৩৮৮ ভোট, ধর্ম বিষয়ক- হাফেজ মোঃ মোতাছিম বিল্লাহ- ৬৬৫ ভোট, স্বাস্থ্য বিষয়ক- মোঃ আঃ সালাম- ৫১৪ ভোট, প্রচার সম্পাদক- মোঃ বিল্লাল হোসেন- ৩৫৯ ভোট, মহিলা বিষয়ক সম্পাদিকা- শারমিন সুলতানা- ৩৪৫ ভোট, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক- মোঃ আশরাফ আলী- ৫০৯ ভোট, সহ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক- মোঃ পিন্টু খান- ৫৭৭ ভোট, সহ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক- আব্দুল মতিন- ৪৯১ ভোট, সহ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক- শানিনুর আক্তার- ৪৫৫ ভোট, সদস্য- মোঃ ছবের আলী মোল্লা- ৫৬২ ভোট, মোঃ পারভেজ হোসেন- ৫৪৮ ভোট, মোঃ আলমগীর আলম- ৫৪৫ ভোট, মোঃ হাছিবুর রহমান- ৫২০ ভোট, মোঃ লিয়াকত আলী- ৫১০ ভোট, মোঃ আব্দুল মালেক- ৪৮২ ভোট, মোঃ আমিরুল ইসলাম- ৪৭৫ ভোট, সুজন চন্দ্র দে- ৪৬৫ ভোট, মোঃ আতাউর রহমান-৪৩৩ ভোট।


উক্ত নির্বাচনের ফলাফল বে-সরকারি ভাবে প্রকাশিত হয়েছে এই তথ্য জানান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা মোঃ শামীম বাবু ও রায়হানুর ইসলাম মিন্টু বাংলাদেশ চিত্র কে ফলাফল নিশ্চিত করেন।

Share This Article