বেগমগঞ্জে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা 

বাংলাদেশ চিত্র ডেস্ক

আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে বাংলাদেশ জাতীয়বাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের পন্ডিত বাজারে যুবদলের উদ্দ্যেগে শহীদ জিয়া স্মৃতি সংসদ কার্যালয়ে ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক মোহাম্মদ ফারুক হোসেন পারুলের পরিচালনায় সাবেক যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক শহীদ উল্লা শহীদের সভাপতিত্বে 

প্রধান অতিথি ওয়ার্ড সভাপতি শহীদ উল্লাহ। বিশেষ অতিথি  ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ডা. লায়ন নুর ইসলাম, সাবেক ছাত্র নেতা মোহাম্মদ সেলিম, সাবেক বিএনপি সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হালিম।

আলোচনায় বক্তব্য বলেন, তারেক জিয়ার নির্দেশে যুবদল একতাবদ্ধ হয়ে দলীয় নেতাকর্মীদের নিয়ে আন্দোলন সংগ্রামে ঝাপিয়ে পড়েছে। সামনে দিন গুলোতে যুবদল আরো বেগবান হয়ে কাজ করে যাবে। বিগত দিনে হিংসার রাজনীতি করে আওয়ামী লীগ আমাদের উপর অত্যাচার নির্যাতন সহ হামলা মামলা দিয়ে নানা ভাবে হয়রানি করেছে। 

এই সময় আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন যুবদলের সদস্য নুরুল হক, ইউনিয়ন বিএনপির নেতা মোহাম্মদ সেলিম, মোশাররফ, নুর ইসলাম, মোহাম্মদ জসিম, শহীদ জিয়া স্মৃতি সংসদের সদস্য সুমন, সাহাব উদ্দিন সহ বিএনপি, যুবদলের নেতাকর্মী সহ আরো অনেকে।

Share This Article