ভালোবাসা মূল্যহীন শুধু


Parvej Husen Talukder প্রকাশের সময় : আগস্ট ১৮, ২০২২, ১:৫৯ অপরাহ্ণ / ১১
ভালোবাসা মূল্যহীন শুধু
ভালোবাসা মূল্যহীন শুধু

আকাশের বুকে সুনীলতার গভীর মূল্য
সাফেদ মেঘের মূল্যও চড়া সৌন্দর্যে
লালচে আলোকের মূল‍্যও বেশ
সূর্যডুবির মাহেন্দ্রক্ষণে।

প্রজাপতির নৃত্যের মূল‍্যও প্রচন্ড
কুসুমের মূল্যও বেশ কুমারীর খোঁপায়।
ঝরা শুকনো পাতার মর্মর শব্দের থেকেও যেন
মূল্যহীন ভালোবাসি শব্দ।
আর তাইতো আজও
ভালোবাসা মূল্যহীন শুধু।

পারভেজ হুসেন তালুকদার, কবি ও শিশুসাহিত‍্যিক।