ভ্রাতিত্বের বন্ধনে গবিতে রাজনীতি প্রশাসনের ইফতার

বাংলাদেশ চিত্র ডেস্ক

ফাহিম ,গবি প্রতিনিধিঃ

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে গণ বিশ্ববিদ্যালয়ের রাজনীতি প্রশাসন বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে ইফতার অনুষ্ঠিত হয়েছে।

সেমবার(০৩ এপ্রিল)রাজনীতি প্রশাসন বিভাগের বর্তমান শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে।

এসময় উপস্থিত ছিলেন রাজনীতি ও প্রশাসন বিভাগের সিনিয়র লেকচারার রাজীব হায়দার রুমান, লেকচারার হাবিবুল্লাহ বেলালী, গণ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক ভিপি মোঃ শামীম হোসেন, আশুলিয়া থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, সহ সভাপতি ফজলে রাব্বি, ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সহ সাধারণ সম্পাদক মোঃ তুহিন আহম্মেদ, ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এইচ এম শরিফ এবং মোঃ সুজন রানা সহ বর্তমান ও সাবেক অন্যান্য শিক্ষার্থীবৃন্দ।

রাজনীতি ও প্রশাসন বিভাগের সিনিয়র লেকচারার রাজীব হায়দার রুমান বলেন, ‘ আশা রাখি শিক্ষার্থীদের মাঝে এমন কার্যক্রম অব্যাহত থাকবে আগামীতেও। তাদেরকে ধন্যবাদ জানাই এমন কার্যক্রমে অংশ নেবার জন্য।’

গণ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক ভিপি মোঃ শামীম হোসেন জানান, ‘ভালো লাগছে ক্যাম্পাসে আজকে রাজনীতি ও প্রশাসন বিভাগের মিলন মেলা দেখে এবং এমন একটি আয়োজনে সবার সাথে ইফতারে শামিল হতে পেরে। চাই সবার মাঝেই এই মেল বন্ধন অটুট থাকুক।’

৭ম সেমিস্টারের শিক্ষার্থী মোঃ রিয়াদ হোসেন রিকু বলেন, ‘সকলের সাথে ইফতারের এমন আয়োজন শুধুমাত্র ইফতারেই সীমাবদ্ধ নয় এটি যেন আত্মার মিলন ঘটিয়েছে। সবেক বর্তমান শিক্ষার্থীদের মিলনে ক্যাম্পাসের মাঠ ছিলো আজ মুখরিত। আশাকরি ভবিষ্যতেও এমন ঐতিহ্য ধরে রাখবে বিভাগের পরবর্তী প্রজন্ম।’

ইফতার শেষে কেন্দ্রীয় খেলার মাঠে কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে একসঙ্গে মাগরিবের নামাজ আদায় করে শিক্ষক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ৭ম সেমিস্টারের শিক্ষার্থীবৃন্দ। সার্বিক সহযোগীতায় ছিলেন গণ বিশ্ববিদ্যালয়ের রাজনীতি প্রশাসন বিভাগের শিক্ষার্থীরা।

Share This Article