মাগুরায় বর্ণাঢ্য আয়োজনে সময় টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ চিত্র ডেস্ক

মাগুরায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য আয়োজনে সময় টিভির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও কেক কেটে উদ্‌যাপন করা হয়েছে।

বুধবার (১৭ এপ্রিল) সকাল ১১টায় মাগুরা শহরের সৈয়দ আতর আলী গন গ্রন্থাগার চত্বর থেকে এ উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয় । র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে আলোচনাসভায় মিলিত হয়।

এসময় র‍্যালিতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। পরে মাগুরায় সময় টিভির রিপোর্টার ও টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সদস্য সচিব শেখ ইলিয়াস মিথুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক সাইদুর রহমান, প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম শফিক, টিভি জার্নালিস্ট এসোসিয়েশন সভাপতি শরিফ তেহরান টুটুল, মাগুরা জার্নালিস্ট নেটওয়ার্কের সদস্য সচিব রুপক আইচ, মাগুরা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো: ইউনূস আলী,মাই টিভির জেলা প্রতিনিধি মো: আশরাফুজ্জামান সাগর।

এছাড়াও প্রথম আলো পত্রিকার জেলা প্রতিনিধি কাজী আশিক রহমান, মাগুরা রিপোর্টার্স ইউনিটির সহ সভাপতি আলী আশরাফ,এটিএন বাংলা ও এটিএন নিউজ এর জেলা প্রতিনিধি মোঃ সূজন মাহমুদ, এশিয়ান টিভির মাগুরা প্রতিনিধি ইমরুল হক, এ্সএ টিভির জেলা প্রতিনিধি আব্দুল আজিজ ও দৈনিক মানবজমিন পত্রিকার জেলা প্রতিনিধি এস আলম তুহিনসহ জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিণ্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান পঙ্কজ কৃমার কুণ্ডু বলেন, সময় টিভি সফলতার সাথে ১৩ বছর অতিক্রান্ত করে ১৪ বছরে পদার্পন করায় মাগুরা জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। সময় টিভি বস্তুনিষ্ঠ খবর পরিবেশনের মাধ্যমে আজকে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছে। আশা করি আগামী দিনে চলার পথে সকল মানুষের মনের কথা, সম্ভাবনার কথা তুলে ধরবে সময় টিভি। এ সময় তিনি সময় টিভির উত্তরোত্তর সফল্য ও মঙ্গল কামনা করেন ।

আলোচনা সভা শেষে কেক কেটে ও মিষ্টিমুখের মধ্যদিয়ে সময় টিভির ১৩ পেরিয়ে ১৪ বছরে পদার্পণ উদযাপন করা হয়।

আ/বি

Share This Article