মিষ্টি চৌধুরীর অকাল মৃত্যুতে শোক জানিয়েছেন এমপি লাবু চৌধুরী

বাংলাদেশ চিত্র ডেস্ক

ফরিদপুরের সালথায় বীর মুক্তিযোদ্ধা মরহুম চৌধুরী ইউনুস আলী বেগ এর ছোট মেয়ে ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলীর ছোট বোন লিলু মারজানা চৌধুরী মিষ্টি স্ট্রোকজনিত কারণে ইন্তেকাল করেছেন।

আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকার একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হযেছিলো ৩৬ বছর। চার ভাই বোনের মধ্যে মিষ্টি ছিলো সবার ছোট। মিষ্টি চৌধুরীর অকাল মৃত্যুতে শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ফরিদপুর-২, আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী।

এছাড়াও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগি সংগঠনের নেতাকর্মীসহ অগণিত মানুষ শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং মরহুমার রুহের মাগফেরাত কামনা করেছেন।

বাদ এশা জানাজা শেষে সালথা চৌধুরী বাড়ি কবরস্থানে মরহুমার লাশ দাফন করা হবে।

Share This Article