যুক্তরাষ্ট্রে আগাম ভোট দিয়েছেন ৮ কোটির বেশি মানুষ

বাংলাদেশ চিত্র ডেস্ক

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে আগাম ভোট দিয়েছেন ৮ কোটির বেশি মানুষ। ইউনিভার্সিটি অব ফ্লোরিডা ইলেকশন ল্যাবের তথ্য অনুযায়ী, দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে এরই মধ্যে ৮ কোটি ১৩ লাখ ৭৯ হাজার ৬৮৪ জন ভোটর আগাম ভোট দিয়েছেন। এর মধ্যে এর মধ্যে ৪ কোটি ৪০ লাখের বেশি ভোটার ভোটকেন্দ্র গিয়ে ভোট দিয়েছেন এবং প্রায় ৩ কোটি ৭ লাখ ভোটার ভোট দিয়েছেন ডাকযোগে। নির্বাচনে শেষ পর্যন্ত যিনি জয়ী হবেন তিনিই হবেন দেশটির ৪৭তম প্রেসিডেন্ট।

বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্র। স্বাভাবিকভাবেই দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের দিকে তাকিয়ে আছে পুরো বিশ্ব। আজ মঙ্গলবার (৫ নভেম্বর) দেশটির প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। কমলা হ্যারিস নাকি ডোনাল্ড ট্রাম্প- কে হতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট? তা নিয়ে চলছে নানান জল্পনা-কল্পনা, মেলানো হচ্ছে নানান সমীকরণ।

প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরুর আগে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় কাটিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এবং কমলা হ্যারিস। জনমত জরিপগুলো এবারের নির্বাচনে ঐতিহাসিক হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিয়েছে।

কমলা হ্যারিসের প্রচারণা দলের সূত্র বলছে, তিনি বুঝতে পারছেন যে তুমুল লড়াই হবে কিন্তু তিনি সত্যিকার অর্থেই ‘উদ্দীপ্ত ও উদ্যমী আছেন’। তার সমর্থকরা শেষ সমাবেশে যোগ দিতে ফিলাডেলফিয়া সমবেত হয়েছিলেন।

অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প তার শেষ সমাবেশ করতে মিশিগানের গ্র্যান্ড র‍্যাপিডসের সমাবেশস্থলে গিয়েছিলেন। ট্রাম্প তার আগের দুটি নির্বাচনের শেষ সমাবেশও সেখানেই করেছিলেন। তবে সেখানে ২০১৬ সালে তিনি জিতলেও পরের নির্বাচনে জয় চলে যায় জো বাইডেনের দিকে।

Share This Article