বাল্য বিবাহের বিরুদ্ধে কাজ করে আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২২ এর জন্য মনোনীত হয়েছে মৌলভীবাজারের কিশোর রেদওয়ান আহমেদ। তাকে এ পুরস্কারের জন্য মনোনয়ন দিয়ে নেদারল্যান্ড সরকারের পিস রাইটস কমিটির কাছে সুপারিশ পাঠানো হয়েছে। শিশুদের জন্য এটি শিশুদের নোবেল পুরস্কার নামে পরিচিত।
মঙ্গলবার ( ২৫ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছেন রেদওয়ান নিজেই। সাক্ষাৎকারে তিনি বলেন, গতকাল সোমবার ২৪ অক্টোবর রাতে কিডস রাইটস ফাউন্ডেশনের ওয়েবসাইট থেকে এ ব্যাপারে জানতে পেরেছি। আমি ‘বাল্য বিবাহ’ বিষয়ে পুরস্কারটির জন্য আবেদন করেছিলাম।
মৌলভীবাজার এর বড়লেখার ইটাউরী গ্রামের বাসিন্দা মনোনয়ন প্রাপ্ত রেদওয়ান এবছর এসএসসি পরিক্ষা দিয়েছেন। রেদওয়ান আহমেদ বিডিনিউজ২৪ এবং ইউনিসেফ এর শিশু সাংবাদিক হিসেবে কর্মরত। এছাড়াও ইয়ুথ নেট ফর ক্লাইমেট জাস্টিস এর সাথে জলবায়ু সুবিচার আন্দোলনে কাজ করছেন। তথ্যসূত্র: https://www.kidsrights.org/persons/redwan/
আপনার মতামত লিখুন :