
আসন্ন শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে শ্রীপুর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি হালিমা খাতুন মৌসুমি সরকার মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে প্রার্থীতা ঘোষনা করেছেন। গত শনিবার বিকেল ৩টায় উপজেলার বরমী ইউনিয়নের ৮নং ওয়ার্ড বরমী পশ্চিম পাড়া এলাকায় নিজ বাড়িতে দলীয় নেতাকর্মী, সাংবাদিক ও গ্রামের সর্বসাধরণের সাথে মতবিনিময় সভায় তিনি এ ঘোষনা দেন। প্রার্থীতা ঘোষণা শেষে সকলের দোয়া ও সমর্থন কামনা করেন মৌসুমি সরকার।এ সময় উপস্থিত সকলেই দুহাত তুলে সমর্থন করেন।মৌসুমি সরকার উপজেলার বরমী ইউনিয়নের বরমী পশ্চিম পাড়া গ্রামের সবুজ মিয়ার স্ত্রী।
মতবিনিময় সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন,জহিরুল ইসলাম,আনোয়ার সরকার,মাওনা ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মঞ্জিল খান সহ প্রমুখ।এ সময় আওয়ামীলীগ,ছাত্রলীগ,যুবলীগ ও যুব মহিলালীগের নেতাকর্মী সহ ওই গ্রামের শতাধীক ভোটাররা উপস্থিত ছিলেন। মৌসুমি সরকার বলেন, আপনাদের মাঝে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আমি ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করছি এবং আপনাদের সকলের দোয়া ও সমর্থন চাই। আমাকে আপনারা একটি বার ভোট দিয়ে দেখেন আপনারা ঠকবেন না। আমি করোনাকালেও আপনাদের পাশে ছিলাম, বর্তমানেও আছি এবং ভবিষ্যতেও থাকব।মৌসুমি সরকার তার বক্তব্য বলেন, আমি ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলে সার্বক্ষনিক শ্রীপুরবাসীর খেদমতে নিজেকে নিয়োজিত রাখব এবং তাদের সুখ-দু:খে পাশে থাকবো। আমি কখনো কোনো অন্যায়কে প্রশ্রয় দিব না।
স্মার্ট শ্রীপুর গড়ার লক্ষ্যে তিনি সকলের সহযোগীতা কামনা করেন। গরীব, দু:খি, অনাথ, অসহায় এবং অস্বচ্ছল মানুষদেরকে সহযোগীতা করব। তিনি শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয় সেজন্য সকলের সহযোগীতা চান। অবৈধ টাকা দিয়ে কেউ যেন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে না পারে সেজন্য তিনি জাতির বিবেক সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন। টাকা দিয়ে ক্ষনিকের জন্য সুখ পেলেও মানুষের ভালোবাসা অর্জন করা সম্ভব নয়। তিনি আরও বলেন,বিজয়ী হলে শ্রীপুর উপজেলা প্রশাসন কে স্বচ্ছ ও দুর্ণীতি মুক্ত জনপ্রশাসন হিসাবে গড়ে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। আমি দীর্ঘ প্রায় দুই যুগেরও বেশি সময় যাবত সরাসরি শ্রীপুরের রাজনীতির সাথে জড়িত। বর্তমানে শ্রীপুর উপজেলা যুব মহিলা লীগের সভাপতির দায়িত্ব পালন করছি।
আমার এ রাজনীতির সময়ে কারো কোনো ক্ষতি আমি করিনি। গত করোনাকালীন সময়ে আমি গরীব, দু:খি, অনাথ, অসহায় এবং অস্বচ্ছল মানুষের পাশে দাঁড়িয়েছি। আমি নিজে করোনায় আক্রান্ত হয়েও যতটুকু সম্ভব আমি চেষ্টা করেছি তাদেরকে সহযোগীতা করতে। আমার এ ধরনের জনকল্যাণমূলক কাজে উদ্বুদ্ধ হয়ে শ্রীপুরের জনগণই আমাকে নির্বাচন করার জন্য উৎসাহ দিচ্ছে। আমি তাদের ভরসা ও আস্থার মানুষ। তারা যখন আমাকে ডেকেছে তখনই তাদের পাশে পেয়েছে। তারা আমাকে জনপ্রতিনিধি এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে দেখতে চায়। আপনারা যে ভালবাসা, স্নেহ মমতা দিয়েছেন তা আমি কখনোই ভুলবো না। ইনশাআল্লাহ আমার চেষ্টা থাকবে বিজয়ী হয়ে আপনাদের সকল সমস্যার সমাধান করবো। আমি আশা করছি আসন্ন শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে শ্রীপুর উপজেলা যুব মহিলা লীগসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীরা আমার জন্য কাজ করবে।