সিলেট বইমেলায় পাওয়া যাচ্ছে দিলরুবা


Parvej Husen Talukder প্রকাশের সময় : ফেব্রুয়ারি ১০, ২০২৩, ৫:৩১ পূর্বাহ্ণ /
সিলেট বইমেলায় পাওয়া যাচ্ছে দিলরুবা
সিলেট বইমেলায় পাওয়া যাচ্ছে দিলরুবা

প্রকাশিত হয়েছে সিলেটের তরুণ ছড়াকার নাঈমুল ইসলাম গুলজারের কবিতার বই “দিলরুবা”। শুভ্র আবিরের প্রচ্ছদে বইটি প্রকাশ করেছে সিলেটের প্রকাশনা সংস্থা পাপড়ি প্রকাশ। বইটি সিলেট বইমেলায় প্রকাশনীর স্টলে পাওয়া যাচ্ছে।
দিলরুবা মূলত প্রেমের কবিতা। নাঈমুল ইসলাম গুলজারের প্রকাশিত অন্য বই- ঘুমপাড়ানি মাসি পিসি। নাঈমুল ইসলাম গুলজার বইটির জন্যই পাপড়ি-করামত আলী পান্ডুলিপি পুরস্কার-২০২০ পান।