সুনামগঞ্জ জেলা বিএনপির প্রবীণ নেতা ওয়াকিফুর রহমান আর নেই, বিভিন্ন মহলের শোক

বাংলাদেশ চিত্র ডেস্ক

সুনামগঞ্জ জেলা বিএনপির প্রবীণ নেতা ওয়াকিফুর রহমান আর নেই, বিভিন্ন মহলের শোক

সুনামগঞ্জ জেলা বিএনপির প্রতিষ্ঠাতাকালীন সদস্য ও বিএনপির সহ সভাপতি প্রবীণ রাজনীতিবিদ ওয়াকিফুর রহমান গিলমান (৭৪) আর নেই। ( ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন) সোমবার সকাল ১১ টা ৫০ মিনিটে শহরের ইকবাল নগরস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন প্রবীণ এ নেতা।

মৃত্যুকালে স্ত্রী তিনি ২ ছেলে ও ২ মেয়েসহ গুণগ্রাহী রেখে গেছেন। এদিকে মরহুমের নামাজে জানাজা বাদ এশা আরপিন নগর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। পরে আরপিন নগর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

প্রবীণ এই নেতার মৃত্যুতে শোক জানিয়েছেন, সুনামগঞ্জ-৪ আসনের এমপি ড. মোহাম্মদ সাদিক, সাবেক এমপি অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল হুদা মুকুট, সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল, জেলা আইনজীবী সমিতির সভাপতি তৈয়বুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক আব্দুল হক, জিপি আক্তারুজ্জামান সেলিম, পিপি খায়রুল কবির রুমেন, বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আলী আমজদ, হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, সহ-সভাপতি লেখক সুখেন্দু সেন, যুগ্ম সাধারণ সম্পাদক নির্মল ভট্টাচার্য্য, দৈনিক সুনামকণ্ঠ সম্পাদক ও প্রকাশক এবং হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিজন সেন রায়, মুক্তিসংগ্রাম স্মৃতি ট্রাস্টের সাধারণ সম্পাদক অ্যাড. সালেহ আহমদ, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি পারভেজ আহমদ, সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম, দৈনিক সুনামগঞ্জের ডাক সম্পাদক ও প্রকাশক, সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ শেরগুল আহমদ, সাধারণ সম্পাদক রওনক বখত, হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা বিকাশ রঞ্জন চৌধুরী, দৈনিক সুনামগঞ্জের খবর সম্পাদক ও প্রকাশক পংকজ দে, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সামির মাহমুদ, সাংবাদিক উজ্জ্বল মেহেদী, পৌর কাউন্সিলর আবুল হাসনাত কাউসার, সচেতন নাগরিক কমিটির সভাপতি অ্যাড. আইনুল ইসলাম বাবলু, জেলা পরিষদ সদস্য ফৌজি আরা শাম্মী ও সেলিনা বেগম, জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি অ্যাড. শামছুন নাহার বেগম শাহানা, সাধারণ সম্পাদক হোসনা হুদা, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, সৈয়দ তারেক হাসান দাউদ, দেওয়ান সাজাউর রাজা সুমন, গণিউল সালাদীন, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহবুবুর রহমান পীর ও সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরী, সাবেক সভাপতি লতিফুর রহমান রাজু, সাবেক সাধারণ সম্পাদক হিমাদ্রি শেখর ভদ্র, জেলা আওয়ামী লীগের সদস্য সেলিম আহমদ, কবি ইকবাল কাগজী, জেলা হাওর বাঁচাও আন্দোলন সভাপতি ইয়াকুব বখত বাহলুল, সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলন, ইংল্যান্ড প্রবাসী সিনিয়র সাংবাদিক মাহমুদুর রহমান তারেক, কালেরকণ্ঠ প্রতিনিধি শামস শামীম, দৈনিক সুনামকণ্ঠের সিনিয়র রিপোর্টার আকরাম উদ্দিন, বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি মাসুম হেলাল, চ্যানেল-২৪ প্রতিনিধি এ আর জুয়েল, মোহনা টিভি জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস তালুকদার, এনটিভি প্রতিনিধি দেওয়ান গিয়াস চৌধুরী, আরটিভি প্রতিনিধি বিন্দু তালুকদার, আজকালের খবর প্রতিনিধি আমিনুল হক, দেশরূপান্তের প্রতিনিধি আশিকুর রহমান পীর, বিজনেস বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি দিলাল আহমদ, জেলা খেলাঘরের সাধারণ সম্পাদক রাজু আহমদ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাড. বিমান কান্তি রায়, সাধারণ সম্পাদক বিমল বণিক, জেলা হাওর বাঁচাও আন্দোলনের সাংগঠনিক সম্পাদক শহীদ নুর আহমদ প্রমুখ।

Share This Article