সুপ্ত বিবেক


Parvej Husen Talukder প্রকাশের সময় : আগস্ট ১৮, ২০২২, ১:৫২ অপরাহ্ণ / ১১
সুপ্ত বিবেক

সুপ্ত মোদের বুদ্ধি বিবেক
শুদ্ধতার আজ অভাব
তাল মিলিয়ে কথা বলা
আজকে সবার ‌স্বভাব ।

প্রশাসন আজ টাকায় ঘুরে
ন্যায় নীতি নয় গণ‍্য
গ্রামের শালিস পক্ষ পাতে
প্রভাবশালীর জন্য ।

জ্বী হুজুর আজ শব্দ দারুণ
ভালো থাকার মন্ত্র
শক্তি গুণে গুণান্বিত
কিসের গণতন্ত্র ।

ধর্মটা আজ নয় কিছু নয়
স্বার্থবাদী ভাবে
যে যার মতো করছে দেখও
স্বার্থ হাসিল লাভে ।