স্টেডিয়াম পাড়া যুব সংঘের নেতৃত্বে কানন ও মিন্টু

বাংলাদেশ চিত্র ডেস্ক

এম আই কাননকে সভাপতি ও মিন্টু শেখকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে মাগুরায় স্টেডিয়াম পাড়া যুব সংঘের নতুন কমিটি গঠন করা হয়েছে।

রবিবার (১৪ মার্চ) বিকালে “পহেলা বৈশাখ ১৪৩১” উপলক্ষে মাগুরা স্টেডিয়াম পাড়া যুব সংঘের আয়োজনে জেলা স্টেডিয়াম প্রাঙ্গণে স্টেডিয়াম পাড়া যুব সংঘের নতুন কমিটি গঠন ও আনন্দ উৎসবের আয়োজন করা হয়।

স্টেডিয়াম পাড়াস্ত মহল্লার আওয়ামীলীগের সভাপতি খবিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মাগুরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক  রানা আমির ওসমান। এ সময় তিনি বলেন” একটি কমিটি পরিবর্তন করা মূল উদ্দেশ্য নয়।আসল উদ্দেশ্য হলো বিগত সময়ে যদি খারাপ কোন কাজ হয়ে থাকে সেই খারাপ কাজ বাদ দিয়ে নতুন ভাবে এগিয়ে চলা।এরকম একটা প্রতিজ্ঞা নতুন কমিটির থাকতে হবে।ভবিষ্যতে আপনাদের সমস্ত ভালো কাজে আপনাদের পাশে আমি থাকবো।”

অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে আরো বক্তব্য রাখেন, জাতীয় দলের সাবেক কৃতি ফুটবলার মেহেদী হাসান উজ্জ্বল, সমাজ সংগঠক আব্দুস সামাদ ও নুরুল ইসলাম।

বক্তব্য শেষে এম আই কাননকে সভাপতি ও মিন্টু শেখকে সাধারণ সম্পাদক করে একটি নতুন কমিটি ঘোষণা করা হয়।পরিশেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Share This Article