স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় চান ৭ কলেজের শিক্ষার্থীরা, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

বাংলাদেশ চিত্র ডেস্ক

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের বক্তব্য প্রত্যাখ্যান করে আগামী রোববার ও সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় অধীনস্ত সাত কলেজের অভ্যান্তরীণ সকল ধরনের অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ রেখে নিজ নিজ ক্যাম্পাসে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সাত কলেজের শিক্ষার্থীরা।

শনিবার (২ নম্বেম্বর) বিকেলে ঢাকা কলেজের ক্যাফেটেরিয়ার সামনে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচীর ঘোষণা দেন শিক্ষার্থীরা। দ্রুত সময়ে মধ্যে সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের জন্য কমিশন গঠন করে শিক্ষার্থী প্রতিনিধি যুক্তের দাবি জানান আন্দোলনের নেতারা।

তারা বলেন, সাত কলেজের সমন্বয়ে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের যে দাবি, সেটি থাকবেই। সাত কলেজ নিয়ে যেকোনো ধরনের চক্রান্ত প্রতিরোধ, প্রধান উপদেষ্টার প্রেস সচিবের অবিবেচক বক্তব্য প্রত্যাহার, কমিটি বাতিল, কমিশন গঠন ও শিক্ষার্থী প্রতিনিধি যুক্ত করার দাবিতে তাদের কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তারা।

শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে এসব কর্মসূচিতে অংশ নেবেন বলে জানিয়েছেন।

Share This Article