২১ শের ২১তম ফেব্রুয়ারী বেনাপোল নোম্যান্সল্যান্ডে বসবে দুই বাংলার ভাষাভাষীদের মিলন মেলা


বাংলাদেশ চিত্র ডেস্ক প্রকাশের সময় : জানুয়ারি ৩০, ২০২৩, ৫:৫৮ অপরাহ্ণ /
২১ শের ২১তম ফেব্রুয়ারী বেনাপোল নোম্যান্সল্যান্ডে বসবে দুই বাংলার ভাষাভাষীদের মিলন মেলা
২১ শের ২১তম ফেব্রুয়ারী বেনাপোল নোম্যান্সল্যান্ডে বসবে দুই বাংলার ভাষাভাষীদের মিলন মেলা

নাজমুল সুজন বিশ্বাস::
শার্শা-যশোর(খুলনা) প্রতিনিধিঃ

দেশের একমাত্র বেনাপোল সীমান্তের শূন্য রেখায় গত ২০ বছর ধরে দুই দেশের ভাষা প্রেমীরা যৌথভাবে পালন করে আসছেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এবার বসবে ২১তম মিলন মেলা।
তারই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় এ বছরও দিবসটি পালনের সিদ্ধান্ত নিয়েছেন আয়োজক কমিটি। দিবসটি হাজার মানুষের উপস্থিতিতে প্রতিবছর পরিণত হয় মিলন মেলায়।

পুষ্প অর্পণ ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালনের সিদ্ধান্তে বেনাপোল আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সোমবার (৩০ জানুয়ারী) বিকেলে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে দিক-নির্দেশনা মূলক বক্তব্য দেন শার্শার সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন।

প্রতি বছর ২১ ফেব্রুয়ারি সকালে নোম্যান্সল্যান্ডে কাঠ-বাঁশ দিয়ে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন দুই দেশের প্রতিনিধিরা। পরে, সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয় কার্যক্রম।

শার্শা উপজেলা আওয়ামীলীগের আয়োজনে সীমান্তে এবারের ভাষাভাষীদের মিলন মেলা বসবে।
আন্তর্জাতিক মাতৃভাষা উদযাপন পরিষদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু ও সদস্য সচিব অধ্যক্ষ মোঃ ইব্রাহীম খলিল।

প্রস্তুতি মূলক আলোচনা সভায় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীবৃন্দ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com