তিনটি লঘুচাপসহ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে চলতি মাসেই। তবে ঘূর্ণিঝড়ের আশঙ্কা থাকলেও দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকবে। আবহাওয়া অধিদপ্তরের অক্টোবর মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ তথ্য উল্লেখ করা হয়েছে। পূর্বাভাসে আরো বলা হয়েছে, চলতি মাসে এক থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি লঘুচাপ নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, অক্টোবর মাসের প্রথম ১৫ দিন নিম্নচাপ বা ঘূর্ণিঝড় হওয়ার আশঙ্কা নেই। কারণ এ সময় মৌসুমি বায়ু থাকবে। দ্বিতীয় সপ্তাহের পর থেকে মৌসুমি বায়ু চলে যেতে শুরু করবে। তখন ঘূর্ণিঝড় হওয়ার একটা আশঙ্কা থাকবে।
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় হয় বছরের দুটি পর্যায়ে। প্রথম পর্যায়ে এপ্রিল-মে মাসে, আর দ্বিতীয় পর্যায়ে অক্টোবর-নভেম্বরে। চলতি মাসে স্বাভাবিক বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বলা হয়েছে, দু-এক দিন ভারি থেকে অতি ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ বৃষ্টির কারণে দেশের উত্তরাঞ্চল ও উত্তর-মধ্যাঞ্চলে স্বল্প মেয়াদে বন্যা হতে পারে।
এদিকে সেপ্টেম্বর মাসের আবহাওয়ার সারসংক্ষেপে বলা হয়েছে, এ মাসে দেশে গড় বৃষ্টি ছিল স্বাভাবিকের চেয়ে প্রায় ২০ শতাংশ কম। বেশির ভাগ অঞ্চলে বৃষ্টি কম হয়েছে। শুধু সিলেট অঞ্চলে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হয়েছে। সেপ্টেম্বরে দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে, ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায়, ২২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। তাপপ্রবাহ না থাকলেও ভ্যাপসা গরম অনুভূত হয়েছে মাসের বেশিরভাগ সময়ই।