অজ্ঞাত জুলাই শহীদদের শনাক্তে যুক্ত হচ্ছে বিদেশি ফরেনসিক টিম

বাংলাদেশ চিত্র ডেস্ক

রাজধানীর রায়েরবাজারে জুলাই গণ-অভ্যুত্থানে নিহত অজ্ঞাত শহীদদের পরিচয় শনাক্তে প্রথমবারের মতো দেশে আসছে আন্তর্জাতিক ফরেনসিক বিশেষজ্ঞ দল। আগামী ৫ ডিসেম্বর বিশেষজ্ঞরা বাংলাদেশে পৌঁছাবেন এবং ৭ ডিসেম্বর থেকে শনাক্তকরণ কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

আজ রবিবার (১৬ নভেম্বর) সকালে রায়েরবাজার গণকবরে শহীদদের কবর জিয়ারত শেষে গণমাধ্যমকে তিনি জানান, শহীদদের পরিচয় নিরূপণের জন্য এখানে অস্থায়ী মর্গ স্থাপন করা হবে। দেশি ও বিদেশি ফরেনসিক বিশেষজ্ঞদের যৌথ ব্যবস্থাপনায় শনাক্তকরণ প্রক্রিয়া পরিচালিত হবে। পুরো কার্যক্রমে সিআইডি বাস্তবায়নকারী সংস্থা হিসেবে দায়িত্ব পালন করবে।

উপদেষ্টা আরও বলেন, সরকার নিশ্চিত করতে চায়- জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ হওয়া প্রত্যেকের পরিচয় যেন বৈজ্ঞানিকভাবে সঠিকভাবে নির্ধারণ করা যায়। তিনি আশাবাদ ব্যক্ত করেন, পরিচয় নিশ্চিত হওয়ার পর শহীদ তালিকায় যথাযথভাবে নাম যুক্ত করা হবে।

গণকবরে পুষ্পার্ঘ্য অর্পণ ও দোয়া শেষে তিনি জানান, এই উদ্যোগ শহীদদের প্রতি রাষ্ট্রের দায়বদ্ধতা ও শ্রদ্ধার অংশ হিসেবে নেওয়া হয়েছে।

Share This Article