
নিজস্ব প্রতিবেদন ::
বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ২৮ জন কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি দেয়া হয়েছে। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে সই করেন উপসচিব সিরাজাম মুনিরা। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (পুলিশ) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে সিনিয়র স্কেল (জাতীয় বেতন স্কেল ২০১৫-এর ষষ্ঠ গ্রেড) পদে পদোন্নতি প্রদান করা হলো। সেই সঙ্গে এসব কর্মকর্তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বরাবর অথবা ই-মেইলে পদোন্নতিপ্রাপ্ত পদে যোগদানপত্র পাঠাতে বলা হয়েছে। জনস্বার্থে জারি করা এই আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।