অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, অনেক ইস্যু আছে আমরা সমাধান করতে পারিনি, তবে ইতিবাচক অনেক কাজ হয়েছে। তিনি বলেন, অর্থনীতির গতি ফেরাতে কিছুই হচ্ছে না, এটা ঠিক নয়। প্রায় সব সূচকই ঘুরে দাঁড়ানোর পথে।
রবিবার (১৬ নভেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগ সরকারের সময় মেগাপ্রকল্পের আড়ালে ‘মোনুমেন্ট প্রজেক্ট’ বাস্তবায়ন করেছে। তিনি বলেন, আমরা দায়িত্বগুলো সুসংহত করতে পেরেছি। নির্বাচিত সরকার এসে এখান থেকে গাইডলাইন নিয়ে কাজ করতে পারবে।
অর্থ উপদেষ্টা বলেন, সরকারকে সমালোচনা করা যাবে, তবে ভালো কাজের প্রশংসাও হওয়া উচিত। যারা সব সময় সমালোচনা করেন, তাদের কোনোকিছুতেই সন্তুষ্টি নেই।
তিনি আরও বলেন, বাইরের দেশে বাংলাদেশের একটি বর্তমান ভাবমূর্তি তৈরি হয়েছে। বিদেশের সার্টিফিকেট দিয়ে কিছুই হবে না। নিজেদের সমস্যার সমাধান নিজেদেরই করতে হবে।
