ঝিনাইদহ প্রতিনিধি ::
সংগঠনবিরোধী ও বিভিন্ন অনৈতিক কার্যকলাপের সাথে জড়িত থাকার অভিযোগে এম সাইফুজ্জামান তাজুকে হরিনাকুন্ডু প্রেসক্লাবের সভাপতির পদ থেকে বহিস্কার করা হয়েছে।
বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার 'চিলি প্যালেস রেস্টুরেন্টে' প্রেসক্লাবের সহ-সভাপতি ইকতিয়ার উদ্দিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুদীপ্ত সালামের সঞ্চালনায় এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। এতে গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপে লিপ্ত থাকাসহ অর্থনৈতিক অস্বচ্ছতা ও সংগঠনের পদের অপব্যবহারের অভিযোগে সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে হরিণাকুণ্ডু প্রেসক্লাবের সভাপতির পদ থেকে সাইফুজ্জামান তাজুকে বহিস্কারের সিদ্ধান্ত গৃহীত হয়। হরিনাকুন্ডু প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক কালবেলা পত্রিকার হরিনাকুন্ডু প্রতিনিধি) সুদিপ্ত সালাম বলেন, তাকে বহিস্কারের বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ক্লাবের অন্যান্য সদস্যরা অপেন হাউজে জানান,তিনি দেশের বহুল প্রচারিত জাতীয় দৈনিক সমকাল পত্রিকার পরিচয় এবং প্রেসক্লাবের সভাপতির পরিচয়ে নানা ধরণের ভয়ভীতি দেখিয়ে স্থানীয় দোকানদার সহ অনেকের সাথে অর্থনৈতিক কারবারের সাথে জড়িয়ে পড়ে। বিষয়টি প্রেসক্লাবে জানালে এক জরুরি সভায় তাকে বহিষ্কার করা হয়েছে।
এ ব্যাপারে এম সাইফুজ্জামান তাজু মুঠোফোনে বলেন, এ বিষয়ে আমার কিছু জানা নাই।