অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সোমবার (৩ নভেম্বর) দুপুরে একটি সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে। গতকাল রবিবার (২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে। শুধুমাত্র বৈধ নিরাপত্তা পাশধারী স্বীকৃত সাংবাদিকরাই এ সংবাদ সম্মেলনে অংশ নিতে পারবেন।
প্রেস উইং জানায়, সংশ্লিষ্ট সাংবাদিকদের নির্ধারিত সময় অনুযায়ী উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের সাম্প্রতিক কার্যক্রম ও চলমান প্রশাসনিক পদক্ষেপ নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
