![](https://bdchitro.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধি:
সব সময় মানবিক ও অসহায় দু:স্থ মানুষের পাশে থাকা সামাজিক সংগঠন প্রতিবাদী কন্ঠের উদ্দ্যেগে নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের কলিম উল্লাহ মৌলভী বাড়ির সামনে অবস্থিত প্রতিবাদী কন্ঠের প্রধান কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উক্ত সংগঠনের নানা মুখী কার্যক্রম ও এলাকার উন্নয়নের স্বার্থে সামাজিক কাজ ও অন্ধকারচ্ছন্ন প্রধান সড়ক গুলোতে লাইটিং ব্যবস্থা করন সহ নানা দিক নিয়ে বিশদ আলোচনা হয়।
এই সময় উপস্থিত ছিলেন, উক্ত সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হাজী মোহাম্মদ আজিম মিয়া, কোষাধ্যক্ষ মোহাম্মদ ফিরোজ উদ্দিন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সম্পাদক সাংবাদিক আজিজ আহমেদ, সাংগঠনিক সম্পাদক আবু তালেব, সহকারী প্রচার সম্পাদক আবদুল হাকিম রায়হান, আবদুল হাকিম রোহেল, মোহাম্মদ সোহান, মোহাম্মদ রাকিব সহ আরো অনেকে।