‘অপরারেশন কিলো ফ্লাইটের’ সদস্য ক্যাপ্টেন সাহাবুদ্দিন আর নেই

বাংলাদেশ চিত্র ডেস্ক

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ঐতিহাসিক ‘অপরারেশন কিলো ফ্লাইটের’ সদস্য ক্যাপ্টেন সাহাবুদ্দিন আহমেদ বীর উত্তম আর নেই।

আজ বৃহস্পতিবার সকাল ৮টায় গুলশানের বাসায় তার মৃত্যু হয় বলে তার ছেলে ক্যাপ্টেন তাপস আহমেদ গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

সাহাবুদ্দিন আহমেদ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত শারীরিক জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

এদিন বিকেল পৌনে ৫টায় বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি বাশারে তার জানাজা হবে। সেখানে তার প্রতি জানানো হবে রাষ্ট্রীয় সম্মান। পরে ফরিদপুরে গ্রামের বাড়িতে তাকে দাফন করা হবে বলে পরিবারের তরফ থেকে জানানো হয়েছে।

Share This Article