অপহরণকারীদের হাত থেকে মুক্তি পেয়ে পরের দিনই রাজনৈতিক মামলায় পুলিশের হাতে গ্রেফতার হলেন হেলথ কেয়ায় ফার্মাসিউটিক্যালস কোম্পানীর বিক্রয় প্রতিনিধি ফয়সাল মাহমুদ (৩০)।
মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১০টায় চট্টেশ্বরী রোডের কালী মন্দিরের সামনে ডা. কামাল উদ্দিন এর বাসার ৫ম তলা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় পুলিশ।
তিনি কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার ডুমুরিয়া, মিয়াজী বাড়ীর জসিম উদ্দিনের ছেলে।
পুলিশে দাবী, তিনি মনোহরগঞ্জ উপজেলার নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি।
নগরীর পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোলাইমান জানান, ধৃত ফয়সাল গত ৯ নভেম্বর সকাল সাড়ে ৬ টা নাগাদ নাসিরাবাদ হাউজিং সোসাইটি ৬নং রোড সংলগ্ন আমিন মোহাম্মদ ফাউন্ডেশন লিঃ এর নির্মাণাধীন ভবনের সামনে পাকা রাস্তার উপর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামীলীগ বেশ কয়েকজন নেতাকর্মীসহ নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে লাঠিসোটা, ইট-পাটকেল নিয়ে সরকার বিরোধী বিভিন্ন শ্লোগান দিয়ে সরাসরি মিছিলে অংশগ্রহণ করে। ওই ঘটনায় দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার করা হয়।
এছাড়াও তার ফেসবুক আইডি ও হোয়াটসঅ্যাপ ব্যবহার করে সরকার বিরোধী বিভিন্ন উস্কানী মূলক মন্তব্য, ছবি ও ভিডিও প্রচার করার প্রমান পাওয়া গেছে।
গ্রেফতারকৃত ফয়সালকে আইনী প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।
অপরদিকে, ৯ নভেম্বর রাতে পার্কভিউ হাসপাতালে কর্মরত অবস্থায় কয়েকজন যুবক ফয়সালকে তুলে নিয়ে রাউজানে গহিরা আটকে রাখে। এসময় তার কাছে থাকা ব্যাংক কার্ড ব্যবহার করে ৪০ হাজার টাকা আদায় করে। পরে ভয়ভীতি দেখিয়ে নগরীর চকবাজার প্যারেড মাঠে ছেড়ে দেয়। এই ঘটনায় ফয়সালের পিতা জসিম উদ্দীন বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে পাঁচলাইশ থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় ৩ জনকে গ্রেফতার করে পুলিশ।