অপারেশন ডেভিল হান্টে সারাদেশে আরও ৬৩৯ জন গ্রেফতার

বাংলাদেশ চিত্র ডেস্ক

যৌথ বাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টে সারাদেশে আরও ৬৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদর দফতর থেকে এ তথ্য জানানো হয়।

সোমবার বিকেল থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় তাদের গ্রেফতার ছাড়াও বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়। এ সবের মধ্যে রয়েছে পুরনো বিদেশি পিস্তল ১, এলজি ১, পিস্তলের ম্যাগাজিন ১, শর্টগানের শিসা কার্তুজ ১, ধারালো চাপাতি ১, ধারালো বটি ১ ও ২টি ছোরা জব্দ করা হয়েছে।

পুলিশ সদর দফতর জানায়, অপারেশন ডেভিল হান্ট ও অন্যান্য অপরাধে ২৪ ঘণ্টায় ১৬৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার হয়েছে ৬৩৯ জন এবং অন্য মামলা ও ওয়ারেন্টমূলে গ্রেফতার হয়েছে ৯৯৯ জন।

প্রসঙ্গত, দেশবিরোধী চক্র, সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত ‘ডেভিল হান্ট’ অপারেশন গত ৮ ফেব্রুয়ারি রাত থেকে সারা দেশে একযোগে শুরু হয়।

Share This Article