অপূর্ব পালের কুরআন অবমাননার প্রতিবাদে ভালুকায় কুরআন বিতরণ

বাংলাদেশ চিত্র ডেস্ক

ময়মনসিংহের ভালুকায় পবিত্র কুরআন শরীফ অবমাননার প্রতিবাদে কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) বাদ মাগরিব হবিরবাড়ী ইউনিয়নের সিডস্টোর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে আল-কোরআন ফাউন্ডেশন ১০নং হবিরবাড়ী ইউনিয়ন শাখার উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

সম্প্রতি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল কর্তৃক পবিত্র কুরআন শরীফ অবমাননার ঘটনায় দেশজুড়ে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়। তারই প্রতিবাদে এ কুরআন বিতরণ ও প্রতিবাদী সমাবেশের আয়োজন করে সংগঠনটি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল-কোরআন ফাউন্ডেশনের হবিরবাড়ী ইউনিয়ন কমিটির সভাপতি মাওলানা আবু মুহাম্মদ আব্দুল কায়্যুম এবং সঞ্চালনা করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মুফতি হাবিব জিহাদী।

এ সময় বক্তব্য রাখেন সিডস্টোর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি ইয়াহিয়া সুতারপুরী, যুবদল নেতা এমদাদুল হক খসরু, সখীপুর মহিলা কলেজের প্রভাষক জাহান আশরাফ, সংগঠনের উপদেষ্টা মাওলানা আনোয়ার হোসেন ফুলপুরী, হাফেজ মুকসুদুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদল নেতা ও কেন্দ্রীয় কমিটির সদস্য মো. শাকিব খান এবং আরিফুর রহমান আরিফ।

সমাবেশে বক্তারা পবিত্র কুরআন অবমাননার ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, ইসলাম ধর্মের মূল আকীদা ও পবিত্র গ্রন্থ নিয়ে কটূক্তি কোনোভাবেই সহ্য করা হবে না। মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা দেশের শান্তি ও সহনশীল সমাজব্যবস্থার জন্য হুমকি বলে উল্লেখ করেন বক্তারা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য আব্দুল্লাহ আকরাম, রোমান আহমেদ নকিব, আরাফাত সানী, আবু নাঈম, আবুল হোসেন মাষ্টার, হাসান রাফি, মোহাম্মদ উল্লাহ আলম, মিরাজ উদ্দিন, আলাল উদ্দিন মৃধা, হাফেজ সাদিকুর রহমান, ফয়সাল আহমেদ, আবু তাহের মিসবাহ, মুফতি জাকারিয়া, মুফতি ইয়াকুব, নজরুল ইসলাম নাবিল ও হাজী শেখ ফরিদ প্রমুখ।

প্রতিবাদী সমাবেশ শেষে ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে ১০০টি পবিত্র কুরআন শরীফ তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, সমাজে ইসলামবিরোধী অপতৎপরতা রোধে কুরআনের শিক্ষা ও আলো ছড়িয়ে দিতে এমন কর্মসূচি অব্যাহত থাকবে।

Share This Article